Asha Worker Recruirment: জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ! প্রকাশিত হল বিজ্ঞপ্তি, আবেদন করুন এখনই

Asha Worker Recruitment: তবে সেই যোগ্যতার জন্য অগ্রাধিকার মিলবে না। এছাড়াও আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। তবে শুধুমাত্র বিবাহিত, বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।

Asha Worker Recruirment: জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ! প্রকাশিত হল বিজ্ঞপ্তি, আবেদন করুন এখনই
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 8:20 PM

রাজ্যের আরও একটি জেলার আশাকর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত। এই সুযোগ মহিলা চাকরি প্রার্থীদের জন্য নিঃসন্দেহে অনেক বড়। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মালদা জেলার বেশ কয়েকটি ব্লকে আশা কর্মী পদে নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে মালদার চাঁচল ১, চাঁচল ২, হরিশ্চন্দ্রপুর ১ ও ২, এবং রতুয়া ১ ও ২ ব্লকে হবে এই নিয়োগ। ১৮ জুলাইয়ের মধ্যে এই পদে আবেদন করতে হবে। জানা গিয়েছে, সব মিলিয়ে মোট ৬৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার উত্তীর্ণ হওয়া প্রয়োজন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন, তবে সেই যোগ্যতার জন্য অগ্রাধিকার মিলবে না। এছাড়াও আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। তবে শুধুমাত্র বিবাহিত, বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: অনলাইনে এই পদে আবেদন করা যাবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি: আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে।

১) ঠিকানার প্রমাণপত্র ২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৩) প্রার্থীর বয়সের প্রমাণপত্র ৪) প্রার্থীয় জাতিগত শংসাপত্র ৫) সাম্প্রতিক তোলা ও সই করা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। ৬) ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি ৭) বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র এবং বিবাহ বিচ্ছিন্না হলে তাঁর শংসাপত্র।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন