নয়াদিল্লি: ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট পদে নিয়োগ করবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)। ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিআইসি-র তরফে। মোট ৬০ জনকে নিয়োগ করা হবে বলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিআসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করতে হবে। এর জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন বিষয়ে দক্ষতা প্রয়োজন তা বিস্তারিত উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
ডেটা অ্যানালিস্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতক পাশ করতে হবে। কম্পিউটার সায়েন্স, ম্যাথেম্যাটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিসটিক্সের এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ করতে হবে। সেই সঙ্গে ডেটা অ্যানালিস্টে ২-৩ বছরের অভিজ্ঞতা কাম্য। এর পাশাপাশি ক্লিনিং, কোডিং, মার্জিং, অ্যানালাইজিংয়ের মতো বিষয় জানতে হবে।
অন্য দিকে ডেটা সায়েন্টিস্ট পদের জন্য ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে ডেটা সায়েন্সে। বা ম্যাথেম্যাটিক্স, স্ট্যাটিসটিক্সের মতো বিষয়ে পাশ করলেও চলবে। সেই সঙ্গে ৫-৭ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। এর পাশাপাশি এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যাবলিউ, এসকিউএল এবং প্রোগ্যামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ডেটা আর্কিটেকচারেরও জ্ঞান থাকতে হবে।
ডিআইসি ডেটা অ্যানালিস্ট পদে ৪০ জন এবং ডেটা সায়েন্টিস্ট পদে ২০ জনকে নিয়োগ করবে। স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করতে হবে। ১৭ নভেম্বর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি।