সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিফেন্স রিসার্চ টেকনিক্যাল ক্যাডারের আওতায় অনেকগুলি পদে কর্মী নিয়োগ করা হবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান সহ মোট ১৯০১টি পদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের এই সংস্থা। ৩ সেপ্টেম্বর থেকে শুরু করে ২৩ সেপ্টেম্বর অবধি আবেদন প্রক্রিয়া চলবে। drdo.gov.in এই ওয়েবসাইট থেকে পদগুলির জন্য আবেদন করা যাবে। বিস্তারিত জেনে নেওয়া যাক…
শিক্ষাগত যোগ্যতা
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের বিজ্ঞানে স্নাতক অথবা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা পাস হতে হবে।
টেকনিশিয়ান এ: এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে। এর পাশাপাশি আইটিআই পাশ করে থাকতে হবে।
বেতন
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা
টেকনিশিয়ান এ: ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা
আবেদন পদ্ধতি
প্রথমেই ডিআরডিও-র ওয়েবসাইট drdo.gov.in-এ চলে যেতে হবে।
এবার সেখানে গিয়ে CEPTAM-এ ক্লিক করতে হবে।
এবার নিজের নাম নথিভুক্ত করতে হবে।
যাবতীয় তথ্য পূরণ করতে হবে এবং আবেদন জমা দিতে হবে।
আবেদনের যাবতীয় তথ্য ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।