সরকারি চাকরি পেতে মরিয়া হয়ে চরম পদক্ষেপ বিহারের এক যুবকের। রেলের চাকরি পেতে নিজের জায়গায় নিজের বন্ধুকে পরীক্ষায় বসায় সেই যুবক। আর পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক যাচাইকরণের জন্য নিজের আঙুলের চামড়া কেটে নিজের বন্ধুকে দিয়ে দেয় সেই যুবক। যদিও শেষ পর্যন্ত সেই যুবক ধরা পড়ে যায়। দুই যুবককেই পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ধৃত দুই যুবকের মণীশ কুমার, রাজ্যগুরু গুপ্ত। মণীশের হয়ে পরীক্ষা দিতে গিয়েছিল রাজ্যগুরু। দোষীরা বিহারের মুঙ্গেরের বাসিন্দা। তাদের গ্রেফতার করেছে বরোদা পুলিশ।
জানা গিয়েছে পরীক্ষা কেন্দ্রে কোভিড বিধি মেনে যখন রাজ্যগুরুর হাতে পরীক্ষক স্যানিটিইজার স্প্রে করেন তখন তার হাতে লেগে থাকা মণীশের চামড়ার অংশ খুলে চলে আসে। তার থেকেই পরীক্ষকের সন্দেহ হয় এবং গোটা বিষয়টি প্রকাশ্যে চলে আসে। ঘটনাটি বরোদায় ঘটে গত ২২ অগস্ট। ঘটনার পর জালিয়াতির মামলায় বুধবার মণীশ এবং রাজ্যগুরুকে গ্রেফতার করে বরোদার পুলিশ। বরোদা পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার এসএম ভরোতারিয়া জানান, ধৃত দুই যবকেরই বয়স ২৫ বছরের কাছাকাছি। দুই যুবকই দ্বাদশ পাশ বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গ্রুপ ডি নিয়োগের জন্য এক বেসরকারি সংস্থা রেলের হয়ে এই পরীক্ষার আয়োজন করেছিল। পরীক্ষার আগে পরীক্ষার্থীর পরিচয়ের যাচাইকরণের জন্য আধারের তথ্য এবং বায়োমেট্রিক মিলিয়ে দেখা হচ্ছিল। এর জন্যই মণীশ নিজের আঙুলের চামড়া কেটে রাজ্যগুরুকে দিয়েছিল। এর মাধ্যমে আধার যাচাইকরণে উতড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় রাজ্যগুরু। তবে শেষমেষ স্যানিটাইজারের জন্য সে ধরা পড়ে যায়।
জানা যায়, রাজ্যগুরুর হাতে স্যানিটাইজার স্প্রে করতেই তার বাঁহাত থেকে মণীশর কাটা আঙুলের চামড়া খুলে আসে। সেই সময় সে তা লোকানোর জন্য পকেটে হাত ঢুকিয়ে নেয়। তা দেখে পরীক্ষকের সন্দেহ হয়। এরপর এই জালিয়াতির কথা জানতে পেরেই বেসরকারি পরীক্ষক সংস্থার তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। মণীশকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, রাজ্যগুরু পড়াশোনায় ভালো। তাই মণীশ তাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠায়। আর বায়োমেট্রিকের বাধা পার করতে পরীক্ষার একদিন আগে মণীশ নিজের আঙুলের চামড়া কেটে রাজ্যগুরুকে দেয়। জানা গিয়েছে, মণীশ গরম তাওয়ায় নিজের হাত রাখে। এরপর ব্লেড দিয়ে তার আঙুলের চামড়া কেটে নেয়। পরে পরীক্ষার দিন সেই কাটা চামড়া নিজের আঙুলে লাগিয়ে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যায় রাজ্যগুরু। তবে শেষ পর্যন্ত স্যানিটাইজারের জেরে ধরা পড়ে যায় দু’জনের জালিয়াতি।