College Recruitment: রাজ্যের কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, চাকরি পাওয়ার এই সুযোগ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 25, 2022 | 9:00 AM

recruitment: ল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবেই বলেই জানা গিয়েছে। ১৭ অগস্ট থেকে এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, ২৯ অগস্ট অবধি আবেদন করা যাবে।

College Recruitment: রাজ্যের কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, চাকরি পাওয়ার এই সুযোগ
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: বর্তমানে যেভাবে কর্মসংস্থানে আকাল চলেছে তাতে অসংখ্য চাকরিপ্রার্থী একটি চাকরি পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছেন। এই অবস্থায় রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ নিয়ে এসেছে মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অব টেকনোলজি। ল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবেই বলেই জানা গিয়েছে। ১৭ অগস্ট থেকে এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, ২৯ অগস্ট অবধি আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক…

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক পাস করলে তবেই আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সেখানে গিয়ে যাবতীয় তথ্য পূরণ করে এবং প্রয়োজনীয় নথি আপলোড করার পর ফর্মটি ডাউনলোড করতে হবে। এবং নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- THE REGISTRAR, MAULANA ABUL KALAM AZAD UNIVERSITY OF TECHNOLOGY, NH 12, HARINGHATA, POST OFFICE – SIMHAT, POLICE STATION-HARINGHATA, NADIA – 741249.

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article