Health Department Recruitment : রাজ্যের স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩২ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 26, 2022 | 9:00 AM

Health Department Recruitment : রাজ্যের স্বাস্থ্য দফতরে আইনি সহায়ক পদে কর্মী নিয়েোগ করা হচ্ছে। ৪ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন।

Health Department Recruitment : রাজ্যের স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩২ হাজার টাকা
ফাইল ছবি

Follow Us

আইন নিয়ে যাঁরা পড়াশোনা করেছেন তাঁদের জন্য রাজ্যে চাকরির দিশা খুলে গেল। রাজ্য়েই এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরে আইনি সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলায় বসবাসকারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

আইনি সহায়ক (Legal Assistant)

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য আইন নিয়ে পড়াশোনা করতে হবে প্রার্থীকে। যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশপাশি কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের উপরে।

বেতন :

প্রতি মাসে বেতন মিলবে ৩২ হাজার টাকা।

আবেদন পদ্ধতি :

অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। এর জন্য প্রথমে স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন কপির প্রিন্ট নিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য সেই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এছাড়াও অনলাইনেও করা যেতে পারে আবদেন।

আবেদনের শেষ তারিখ :

অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ দিন ৪ সেপ্টেম্বর। এছাড়া অফলাইনে আবেদনের জন্য ১৬ সেপ্টেম্বর অবধি প্রিন্ট নিয়ে জমা দেওয়া যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

State HR Cell, 5th Floor, Swasthya Sathi Building, Swasthya Bhawan, GN-29, Sector-V, Bidhannagar, Kolkata-700091

নিয়োগ পদ্ধতি :

অ্যাকাডেমিক স্তরে আবেদনকারীর নম্বরের ভিত্তিতে এবং ইন্টারভিউয়ে যোগ্যতা মূল্যায়ন করেই নিয়োগ করা হবে।

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন

Next Article