কলকাতা: কলকাতা বন্দরে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত বন্দরে মোট ২ জন অভিজ্ঞ টেকনিশিয়ানকে নিয়োগ করা হবে। আবেদনকারীদের টেকনিশিয়ান হিসাবে বন্দরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে আইটিআই ডিগ্রি থাকতে হবে। শিপ মেশিনারি রিপেয়ারের কাজে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
টেকনিশিয়ানের কাজে দক্ষ ব্যক্তিকে নিয়োগ করা হবে কলকাতা বন্দরে। আইটিআই ডিগ্রিধারী ৮ বছরের অভিজ্ঞরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অফলাইনে এই আবেদন করতে হবে। কলকাতা বন্দরের স্ট্যান্ড রোডের অফিসে আবেদন পত্র পাঠাতে হবে। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে সর্বোত্তম যোগ্যকে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের সময় আবেদনকারীকে সমস্ত নথি সঙ্গে রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতা থেকে কাজের অভিজ্ঞতার নথিও দেখাতে হবে।
এই পদের জন্য আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১১ জানুয়ারি অবধি আবেদন গ্রহণ করা হবে। ৫০ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা হবে। তবে আবেদনের আগে নিয়োগের বিজ্ঞপ্তি ভাল ভাবে দেখে নিন। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।