EMRS Recruitment 2023: কেন্দ্রীয় সরকারি চাকরির বিশাল সুযোগ, ৩৮,৪৮০ শূন্যপদে চলছে নিয়োগ, বিস্তারিত জানুন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 09, 2023 | 7:00 AM

EMRS Recruitment 2023:ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টসের তরফে জানানো হয়েছে, মোট ৩৮,৪৮০টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।

EMRS Recruitment 2023: কেন্দ্রীয় সরকারি চাকরির বিশাল সুযোগ, ৩৮,৪৮০ শূন্যপদে চলছে নিয়োগ, বিস্তারিত জানুন...
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: শিক্ষাক্ষেত্রে বিপুল নিয়োগ। কেন্দ্রীয় সরকারের অধীনে চলছে কর্মী নিয়োগ। আদিবাসী উন্নয়ন মন্ত্রকের অধীনে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টসে চলছে কর্মী নিয়োগ। জানানো হয়েছে, একলব্য মডেল রেসিডেন্টিয়াল স্কুলগুলিতে বিভিন্ন শিক্ষক ও অশিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি আদিবাসী উন্নয়ন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট  emrs.tribal.gov.in -এ গিয়ে লগ ইন করে বিস্তারিত তথ্য জানতে পারেন এবং আবেদ করতে পারেন।

ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টসের তরফে জানানো হয়েছে, মোট ৩৮,৪৮০টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদগুলি হল-

প্রিন্সিপাল– মোট ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ভাইস-প্রিন্সিপাল– মোট ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

পিজিটি– মোট ৮১৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

স্নাতকোত্তর শিক্ষক (কম্পিউটার সায়েন্স)– ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

টিজিটি– মোট ৮৮৮০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

কলা শিক্ষক– মোট ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

সঙ্গীতের শিক্ষক– মোট ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শরীরশিক্ষা শিক্ষক– মোট ১৪৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

লাইব্রেরিয়ান– মোট ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

স্টাফ নার্স– ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

হস্টেল ওয়ার্ডেন– ১৪৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাকাউন্টেন্ট– ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ক্য়াটেরিং অ্যাসিস্টেন্ট– ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

চৌকিদার– ১৪৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

কুক– মোট ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

কাউন্সিলর– মোট ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ড্রাইভার– ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার– মোট ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

গার্ডেনার– মোট ৭৪০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট – ১৪৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ল্য়াব অ্যাটেনডেন্ট– ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

মেস হেল্পার– ১৪৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট- ৭৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

সুইপার– মোট ২২২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন

এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ১৮ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা অবধি হবে পদের ভিত্তিতে।

এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের ২ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পরে পারফরমেন্সের ভিত্তিতে আরও দুই বছর অবধি চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে।

Next Article