GATE 2024: কবে হবে ২০২৪ সালের GATE পরীক্ষা, আবেদন শুরু কবে? জেনে নিন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 07, 2023 | 7:05 AM

অগস্ট মাস শেষ সপ্তাহ থেকেই গেট ২০২৪ পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। ২৪ অগস্ট থেকে তা শুরু হতে পারে বলে জানা গিয়েছে। সেই আবেদন প্রক্রিয়া চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

GATE 2024: কবে হবে ২০২৪ সালের GATE পরীক্ষা, আবেদন শুরু কবে? জেনে নিন বিস্তারিত
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: ২০২৪ সালের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) পরীক্ষায় ওয়েবসাইট লঞ্চ হয়েছে। ২০২৪ সালের গেট পরীক্ষার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইআইএসসি ব্যাঙ্গালোর। ওই ওয়েবসাইটে গেট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তারিখ, সিলেবাস এবং নিয়মাবলী প্রকাশিত হয়েছে। এমনকি কবে থেকে পরীক্ষা শুরু হবে, তাও বিস্তারিত ভাবে জানানো হয়েছে।

অগস্ট মাস শেষ সপ্তাহ থেকেই গেট ২০২৪ পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। ২৪ অগস্ট থেকে তা শুরু হতে পারে বলে জানা গিয়েছে। সেই আবেদন প্রক্রিয়া চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়ায় কোনও পরিবর্তন করতে চাইলে তা করা যাবে ৭ থেকে ১১ নভেম্বর। ২০২৪ সালের ৩ জানুয়ারি থেকে গেট ২০২৪ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। ২০২৪ সালের গেট পরীক্ষা হবে মোট চার দিন। ৩, ৪ ফেব্রুয়ারি এবং ১০, ১১ ফেব্রুয়ারি হবে গেট পরীক্ষা। ২০২৪ সালের ১৬ মার্চ এই পরীক্ষার ফল প্রকাশিত হবে।

এর পাশাপাশি কোন কোন পেপারে গেট পরীক্ষা নেওয়া হবে, সেই সব বিষয়ের জন্য সিলেবাসের বিস্তারিত প্রকাশিত হয়েছে ওই ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা একটি বা সর্বোচ্চ দুটি পেপারে পরীক্ষায় বসতে পারেন। সেই সংক্রান্ত নিয়মাবলী জানতে ক্লিক করুন এই লিঙ্কে

Next Article