Group-D Clerk Recruitment : মাধ্যমিক পাসেই রাজ্য সরকারে চাকরির সুযোগ, প্রকাশিত বিজ্ঞপ্তি

Group-D Clerk Recruitment : রাজ্য সরকারের একাধিক বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২১ অক্টোবর অবধি করা যাবে আবেদন।

Group-D Clerk Recruitment : মাধ্যমিক পাসেই রাজ্য সরকারে চাকরির সুযোগ, প্রকাশিত বিজ্ঞপ্তি
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। আর ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৮ বছর।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2022 | 2:45 AM

জেলা দফতরে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার বাসিন্দারাই এই পদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এবং মহিলা, পুরুষ উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

অর্ডারলি পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ :

২ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা :

অষ্টম শ্রেণি পাসেই করা যাবে আবেদন।

বয়সসীমা :

২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে প্রার্থীর বয়স।

বেতন :

মাস গেলে মিলবে ১২ হাজার টাকা

পদের নাম :

লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)

মোট শূন্যপদ :

মোট ১ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস করতেই হবে। এর পাশাপাশি থাকতে হবে কম্পিউটারের অভিজ্ঞতা।

বয়সসীমা :

২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন :

১৩,৫০০ টাকা

পদের নাম :

বেঞ্চ ক্লার্ক

মোট শূন্যপদ :

১ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা :

উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে করা যাবে আবেদন। সঙ্গে থাকতে হবে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা।

বয়সসীমা :

২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন :

১৩,৫০০ টাকা

আবেদন পদ্ধতি :

অফলাইনেই করতে হবে আবেদন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

The District Children Protection Unit, Office of the District Magistrate, Darjeeling, Kutchery Complex, Lebong Cart Road, Darjeeling-734101

 আবেদনের শেষ তারিখ :

২১ অক্টোবর অবধি করা যাবে আবেদন।

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইটে যেতে ক্লিক করুন