Recruitment In NIT : রাজ্যে বিশ্ববিদ্যালয়ে কোচ নিয়োগ, ওয়াকিং ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মিলবে চাকরি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 25, 2022 | 12:40 AM

Recruitment In NIT : একাধিক গেস্ট কোচ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্গাপুর NIT। ওয়াকিং ইন্টারভিউ থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

Recruitment In NIT : রাজ্যে বিশ্ববিদ্যালয়ে কোচ নিয়োগ, ওয়াকিং ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মিলবে চাকরি
ফাইল ছবি

Follow Us

অনেকেই খেলাধূলো করতে খুব ভালবাসেন। দিনের ২৪ ঘণ্টাই শুধু খেলায় ডুবে থাকেন। অন্য কিছুতে যেন মনই বসে না। এমনকী কেরিয়ার হিসেবে সেই খেলাটাকেই বেছে নেন। সেইসব ব্যক্তিদের জন্য বড় সুযোগ। রাজ্যে বিশ্ববিদ্যালয়ে তাঁদের জন্যই চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুর্গাপুর এনআইটি-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের সম্বন্ধে জানানো হয়েছে। এই সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

গেস্ট কোচে পদে নিয়োগ করা হচ্ছে।

কোন কোন ক্ষেত্রে নিয়োগ করা হবে?

ফুটবল, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, হকি, যোগা, চেস প্রভৃতি ক্ষেত্রে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

এই সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের ডিপ্লোমা থাকতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কোচিংয়ের অভিজ্ঞতাও থাকতে হবে প্রার্থীদের। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন :

প্রতি ঘণ্টার ক্লাসে ১৭৫ টাকা করে পাবেন আবেদনকারীরা।

আবেদন পদ্ধতি :

আগে থেকে কোনও আবেদন করতে হবে না। ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র, প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ :

২৮ সেপ্টেম্বর, সকাল ১১ টা

 

Next Article