IT Inspector: স্নাতক পাশে আইটি ইন্সপেক্টর হতে পারেন, জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 04, 2023 | 1:32 AM

Govt job: স্নাতক পাশেই আইটি ইন্সপেক্টর হতে পারেন। আর মাসিক বেতন প্রায় ১ লাখ টাকা। ইন্সপেক্টর-সহ আয়কর দফতরের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গুজরাট আয়কর দফতরে নিয়োগ হবে।

IT Inspector: স্নাতক পাশে আইটি ইন্সপেক্টর হতে পারেন, জানুন বিস্তারিত
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

গান্ধীনগর: আয়কর দফতরের পরিদর্শক (আইটি ইন্সপেক্টর) হওয়ার ইচ্ছা রয়েছে? তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না। স্নাতক পাশেই আইটি ইন্সপেক্টর হতে পারেন। আর মাসিক বেতন প্রায় ১ লাখ টাকা। ইন্সপেক্টর-সহ আয়কর দফতরের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ১ অক্টোবর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে ১৫ অক্টোবর, ২০২৩ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- incometaxgujarat.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। তবে এই নিয়োগের জন্য প্রভিশন পিরিয়ড ২ বছর।

শূন্যপদ

গুজরাট আয়কর দফতরে মোট ৫৯টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে আয়কর পরিদর্শকের ২টি পদে, কর সহকারীর ২৬টি পদে এবং মাল্টি টাস্কিং স্টাফের (MTS) জন্য ৩১টি পদে নিয়োগ হবে।

শিক্ষাগত যোগ্যতা

আয়কর পরিদর্শক পদে আবেদনকারী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। কর সহকারী পদে স্নাতক পাশ এবং টাইপিং জানতে হবে। আর মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য দশম পাশ হলেই হবে।

বয়সসীমা

পরিদর্শক এবং কর সহকারী পদে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আর মাল্টি-টাস্কিং প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুসারে, ওবিসি, এসসি ও এসটি প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।

বেতনের বিবরণ

আয়কর পরিদর্শক পদের জন্য বেতন ৪৪,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। কর সহকারী পদে কর্মরত প্রার্থীরা বেতন ২৫.৫০০ টাকা থেকে ৮১,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। মাল্টি টাস্কিং স্টাফের পদের জন্য বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা হবে।

কীভাবে আবেদন করবেন?

১) প্রার্থীরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট incometaxgujarat.gov.in-এ যান।
২) হোম পেজে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট স্পোর্টস কোট রিক্রুটমেন্টে ২০২৩-২৪ দ লিঙ্কে ক্লিক করুন।
৩) এবার আবেদনপত্রের জন্য লিঙ্কে ক্লিক করুন।
৪) ই-মেইলের মাধ্যমে OTP যাচাইকরণ করুন।
৫) আবেদন ফি দিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং ফর্মের একটি প্রিন্ট আউট নিন।

Next Article