Jobs Alert: আমেরিকায় চাকরির সুবর্ণ সুযোগ, HCL দেবে কয়েক হাজার চাকরি

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Dec 07, 2021 | 9:45 PM

Jobs Alert: এইচসিএল টেকনোলজি লিমিটেড (HCL Technologies Ltd-HCL) জানিয়েছে, তারা আগামী পাঁচ বছরে আমেরিকায় ১২,০০০ নতুন চাকরির সুযোগ তৈরি করবে। এইচসিএল নিজেদের সাম্রাজ্য বাড়াতে ইউএস আর্লি কেরিয়ার আর ট্রেনিং প্রোগ্রামের অধীনে আগামী ৬ মাসে ২,০০০-এর বেশি স্নাতকদের ভর্তি হওয়ার আশা করছে।

Jobs Alert: আমেরিকায় চাকরির সুবর্ণ সুযোগ, HCL দেবে কয়েক হাজার চাকরি
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: নয়ডায় অবস্থিত আইটি সার্ভিস ফার্ম এইচসিএল টেকনোলজি লিমিটেড (HCL Technologies Ltd-HCL) জানিয়েছে, তারা আগামী পাঁচ বছরে আমেরিকায় ১২,০০০ নতুন চাকরির সুযোগ তৈরি করবে। এইচসিএল নিজেদের সাম্রাজ্য বাড়াতে ইউএস আর্লি কেরিয়ার আর ট্রেনিং প্রোগ্রামের অধীনে আগামী ৬ মাসে ২,০০০-এর বেশি স্নাতকদের ভর্তি হওয়ার আশা করছে।

এটি কোম্পানির গ্লোবাল নিউ ভিস্তা প্রোগ্রামের অংশ, যা বিশ্বজুড়ে উন্নত শহরগুলিতে ইনোভেশন এবং ডিস্ট্রিবিউশন সেন্টার তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। কোম্পানির তরফে সম্প্রতিই এইচসিএল অ্যাপ্রেন্টিশিপ প্রোগ্রামও (HCL Apprenticeship Program) লঞ্চ করা হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে হাই স্কুল স্নাতকদের জন্য চাকরি আর সম্পূর্ণভাবে ব্যয়বহুল উচ্চ শিক্ষা প্রদান করে।

আমেরিকার কোন শহরগুলিতে চলবে রিক্রুটমেন্ট প্রোগ্রাম

এইচসিএল জানিয়েছে, তাদের মার্কিন রিক্রুটমেন্ট প্রোগ্রাম উত্তর ক্যারোলিনা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, মিশিগান, পেনসেলভেনিয়া, মিনেসোটা আর হাইফোর্ডে সম্প্রতি লঞ্চ করা গ্লোবাল ডিস্ট্রিবিউশন সেন্টারের উপর ফোকাস করা হবে। এই প্রোগ্রামের ভূমিকায় আইটি পরামর্শ আর প্রযুক্তি শামিল হবে, যার মধ্যে ক্লাউড, আইটি ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেজ, ইন্টারনেট অব থিংস (IOT), ডেটা এনালিটিক্স এবং ডিজিটাল ইঞ্জিনিয়ারিং (digital engineering) শামিল রয়েছে।

প্রশিক্ষণের উপর কেন্দ্রিত হবে এইচসিএলের উদয় প্রোগ্রাম

এইচসিএল টেকনোলজির সিইও এবং ম্যানেজিক ডিরেক্টর সি বিজয়কুমার বলেছেন, কোম্পানীতে আমরা পরবর্তী প্রজন্মের প্রযুক্তি নেতৃত্বের সন্ধান এবং প্রতিপালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘এইচসিএলে উদয়’ (Rise at HCL)-এর সঙ্গে আমরা একটি কার্যক্রম পেশ করি, যা গভীর প্রশিক্ষণের উপর কেন্দ্রীভূত। এর মধ্যে অন দ্য জব লার্নিং থেকে শুরু করে সফট স্কিল ডেভলপমেন্ট পর্যন্ত সবকিছুই শামিল রয়েছে।

বিশ্বজুড়ে রয়েছে এইচসিএলের ১.৮৭ লাখ কর্মচারী

বিজয়কুমার বলেছেন, তারা স্নাতকদের সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত হয়ে রয়েছেন যাতে রোমাঞ্চকর প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের উন্নতি হতে পারে। এইচসিএল টেকনোলজিস (HCL Technologies) বিশ্বজুড়ে ১,৮৭,০০০ এর বেশি মানুষকে রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। বিশ্বজুড়ে এইচসিএলের ১৫টি অফিস রয়েছে। এই কোম্পানি আমেরিকায় গত ৩২ বছর ধরে কাজ করছে।

আরও পড়ুন: Agri Infra fund: ৪০০০ এর বেশি প্রোজেক্টের জন্য এখনও পর্যন্ত সরকারের খরচ হয়েছে ২০৭১ কোটি টাকা

Next Article