AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court Judges: কী ভাবে হাই কোর্টের বিচারক নিয়োগ হয় জানেন?

High Court Judges: গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ বিচারব্যবস্থা। তার অন্যতম মূল অংশ বিচারক। তাই ওই পদে আসীন হওয়ার জন্য যোগ্য হওয়াটাও গুরুত্বপূর্ণ। কী সেই যোগ্যতা? ভারতে কোনও হাই কোর্টের বিচারক হতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন?

High Court Judges: কী ভাবে হাই কোর্টের বিচারক নিয়োগ হয় জানেন?
Follow Us:
| Updated on: May 16, 2025 | 6:37 PM

বড় হয়ে অনেকেই আইনজীবি হওয়ার স্বপ্ন দেখেন। কেউ আবার স্বপ্ন দেখেন সমাজকে ন্যায় বিচার দেওয়ার। যার জেরে পেশা হিসাবে বিচারক হওয়ার স্বপ্ন দেখেন। বিচারক হওয়া মোটে সহজ কাজ নয়। বহু মানুষের জীবন-মৃত্যু সব কিছু নির্ভর করে একটা মানুষের একটা কলমের দাগের উপরে। তাই বুদ্ধিতে, দৃঢ়তায়, মানসিক শক্তিতে, বিচক্ষণতায়, সৎ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে যে ধ্বসে পড়বে পুরো বিচারব্যবস্থা। গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ বিচারব্যবস্থা। তার অন্যতম মূল অংশ বিচারক। তাই ওই পদে আসীন হওয়ার জন্য যোগ্য হওয়াটাও গুরুত্বপূর্ণ। কী সেই যোগ্যতা? ভারতে কোনও হাই কোর্টের বিচারক হতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন?

হাই কোর্টের বিচারক (High Court Judge) হতে গেলে নির্দিষ্ট কিছু যোগ্যতা ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যদিও সেশন কোর্ট বা জেলা আদালতের মতো হাই কোর্টের বিচারক হওয়ার জন্য সরাসরি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় না। এটি মূলত আইনজীবী বা বিচার বিভাগীয় কর্মজীবন থেকে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে করা হয়।

হাই কোর্টের বিচারক হওয়ার জন্য কোন যোগ্যতা প্রয়োজন? আর্টিকেল ২১৭ অনুসারে হাই কোর্টের বিচারক হতে গেলে ভারতের নাগরিক হওয়াটা গুরুত্বপূর্ণ।

আবেদনকারীর অন্তত ১০ বছরের আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তাও কোনও হাই কোর্টে বা হাই কোর্টের বিচারক্ষেত্রে। অথবা কমপক্ষে ১০ বছর হাই কোর্টে বা নিম্ন আদালতে বিচারকের পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগের সময় প্রার্থীর বয়স অন্তত ৪৫ বছর বা তার বেশি হতে হবে। মনে রাখবেন যিনি বিচারক হতে চাইছেন তাঁর চরিত্র হতে হবে নির্ভরযোগ্য ও নৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত।

হাই কোর্টের বিচারক নিয়োগ সাধারণত দু’ভাবে হয় –

১। Bar থেকে Elevation (অর্থাৎ আইনজীবীদের মধ্য থেকে বিচারক করা):

এই প্রক্রিয়ায় অভিজ্ঞ আইনজীবীদের মধ্যে থেকে বিচারক হিসেবে নির্বাচিত করা হয়। সংশ্লিষ্ট রাজ্যের হাই কোর্টের Chief Justice-এর কাছে সেই নাম প্রস্তাব হিসাবে পাঠান হয়। এরপর প্রস্তাব যায় রাজ্যপাল ও রাষ্ট্রপতির কাছে।

শেষে Collegium System (Chief Justice of India এবং সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সমন্বয়ে গঠিত) এর সুপারিশে রাষ্ট্রপতি নিয়োগ করেন বিচারক হিসাবে।

২। Judicial Services থেকে পদোন্নতি:

অনেক সময় নিম্ন আদালতের বিচারকদের মধ্য থেকে অভিজ্ঞ বিচারকরা প্রমোশন পেয়ে হাই কোর্টে নিয়োগ পান। এই প্রক্রিয়ার অধীনে District Judge বা Civil Judge পদে কর্মরত থাকাকালীন পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি হয়।

মনে রাখবেন, যারা একেবারে প্রাথমিক পর্যায় থেকে বিচারক হতে চান, তারা Judicial Services Examination (Lower Judiciary Exam) দিতে পারেন। এর মাধ্যমে প্রথমে Civil Judge (Junior Division) হিসেবে নিয়োগ করা হয়। তারপর সময় ও অভিজ্ঞতা অনুযায়ী, Senior Civil Judge।

পদোন্নতি হতে ক্রমে District Judge থেকে High Court Judge হন। এই Judicial Services Exam প্রতিটি রাজ্য আলাদা আলাদাভাবে আয়োজন করে (যেমন WBJS, UPJS, MPJS ইত্যাদি)।

হাই কোর্টের বিচারক হওয়া যতটা সম্মানজনক ততটাই দায়িত্বপূর্ণ পদ। নৈতিকতা, অভিজ্ঞতা ও বিচারবোধ অপরিহার্য।