কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা, সিআরপিএফে জওয়ানদের ঘাটতি মেটাতে বাড়ানো হল বয়সসীমা

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 01, 2021 | 8:05 PM

সিআরফিএফের কোবরা বাহিনীতে ইদানিং কম বয়সী জওয়ানদের চাহিদা বাড়ছে বলে সরকারি সূত্রে খবর। জম্মু-কাশ্মীরের মতো স্পর্শকাতর এলাকা সহ দেশের অন্যান্য মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কম বয়সী তরুণ সিআরপিএফ জওয়ানদের চাহিদা অনেক বেড়ে গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা, সিআরপিএফে জওয়ানদের ঘাটতি মেটাতে বাড়ানো হল বয়সসীমা

Follow Us

কলকাতা: তরুণ যুবকদের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে আধা সামরিরক বাহিনীতে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নিজেদের বাহিনীতে অপেক্ষাকৃত তরুণদের জওয়ান হিসেবে চাইছে। প্রসঙ্গত সিআরপিএফের তরুণ বাহিনী যার পোশাকী নাম কোবরা বাহিনী, তারা মূলত জঙ্গি দমনের মতো গুরুত্বপূর্ণ মিশন সামলে থাকে। সম্প্রতি বিভিন্ন রাজ্যে মাওবাদী কার্যকলাপ বাড়ায় যথেষ্ট চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার, পাশাপাশি অনেক বেশি চাপ পড়ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপরেও।

সিআরফিএফের কোবরা বাহিনীতে ইদানিং কম বয়সী জওয়ানদের চাহিদা বাড়ছে বলে সরকারি সূত্রে খবর। জম্মু-কাশ্মীরের মতো স্পর্শকাতর এলাকা সহ দেশের অন্যান্য মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কম বয়সী তরুণ সিআরপিএফ জওয়ানদের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। ভারতের বৃহত্তম আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সামলায়।

বিশেষজ্ঞদের মতে, রাজ্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সহায়তা করাই সিআরপিএফ বাহিনীর প্রধান কাজ। এই পাশাপাশি এই বাহিনী কেন্দ্রশাসিত অঞ্চল তথা রাজ্যের স্পর্শকাতর অঞ্চলে নানা ধরনের নাশকতা সামলাতেও সহযোগীতা করে থাকে। এর জন্য এই বাহিনীর জওয়ানদের বিশেষভাবে প্রশিক্ষণও দেওয়া হয় জঙ্গি মোকাবিলার। এই কোবরা বাহিনী সিআরপিএফের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা ঠেকাতে বারবার এই বাহিনীর নাম উঠে এসেছে।

সূত্রের খবর অনুযায়ী গত দু বছরে সিআরপিএফের জঙ্গল ওয়ারফেয়ার ইউনিট কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট (COBRA) বা কোবরা ফোর্সে অফিসার এবং জওয়ানদের নিয়োগের বয়স এবং চাকরির সময়সীমা তিনবার বাড়ানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও জওয়ানদের ঘাটতি মেটানো যায়নি। এবার নতুন করে সেই ঘাটতি মেটাতে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের তরফে বলা হয়েছে, ২০১৯ এর আগে কোবরা বাহিনীতে সহকারী কমান্ড্যান্ট পদে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩০ বছর। গত সোমবার কেন্দ্রের তরফে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী এখন এই বয়স বেড়ে দাঁড়িয়েছে ৪০ বছর। পাশাপাশি কোবরা বাহিনীতে সহকারী কমান্ড্যান্ট পদের অফিসার পদে আবেদন করার বয়স ২ বছর বাড়িয়ে ৩৮ থেকে ৪০ করা হয়েছে।

Next Article