কলকাতা: রামকৃষ্ণ পরমহংসদেবের চিকিৎসক মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স (আইএসিএস)। পরাধীন ভারতবর্ষে বিজ্ঞান গবেষণা প্রসারের লক্ষ্যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বর্তমানে তা কেন্দ্রীয় সরকারের অধীনস্ত। কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে রয়েছে এর দফতর। সেখানেই প্রায় ৩০টি পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নন-টিচিং পোস্টে এই নিয়োগ করা হবে।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সে অ্যাসিট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিট্যান্ট লাইব্রেরিয়ান, রেজিস্ট্রারের আপ্তসহায়ক, অ্যাসিট্যান্ট হিসাবে ৭ জন, টেকনিক্যাল অ্যাসিট্যান্ট-বি হিসাবে ৬ জন, আপার ডিভিশন ক্লার্ক হিসাবে ৪ জন, এমটিএস (টেকনিক্যাল) হিসাবে ১০ জনকে নিয়োগ করা হবে। আবেদন পত্র ভর্তি করে এবং প্রয়োজনীয় নথির ফোটোকপি আইএসিএস-এর কলকাতা অফিসের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই আবেদনপত্র ২৪ নভেম্বরের মধ্যে পৌঁছতে হবে ওই ঠিকানায়।
বিজ্ঞান গবেষণার অন্যতম উৎকর্ষ প্রতিষ্ঠান হিসাবে পরিচিত এই সংস্থা। সেখানে চাকরির সুযোগ নিঃসন্দেহে আকর্ষণীয়। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।