IAF Recruitment 2023: দ্বাদশ উত্তীর্ণ হলেই বায়ুসেনায় চাকরি! শীঘ্রই আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 21, 2023 | 2:16 AM

IAF: ফ্লাইং ব্রাঞ্চ ও গ্রাউন্ড ডিউটির জন্য ২৭৬ জন প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বায়ুসেনা। ফ্লাইং ব্রাঞ্চে শর্ট সার্ভিস কমিশন (SSC) ও স্থায়ী কমিশন (PC) ও গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল অ্যান্ড নন-টেকনিক্যাল) শাখায় নিয়োগ করা হবে।

IAF Recruitment 2023: দ্বাদশ উত্তীর্ণ হলেই বায়ুসেনায় চাকরি! শীঘ্রই আবেদন করুন
ভারতীয় বায়ুসেনায় একাধিক পদে নিয়োগ।

Follow Us

নয়া দিল্লি: বায়ুসেনায় যোগ দিতে চান! এবার ফ্লাইং ব্রাঞ্চ ও গ্রাউন্ড ডিউটির জন্য ২৭৬ জন প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বায়ুসেনা। ফ্লাইং ব্রাঞ্চে শর্ট সার্ভিস কমিশন (SSC) ও স্থায়ী কমিশন (PC) ও গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল অ্যান্ড নন-টেকনিক্যাল) শাখায় শর্ট সার্ভিস কমিশন (SSC) -এর জন্য অনলাইনে আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

মোট শূন্যপদ
ফ্লাইং ব্রাঞ্চে শর্ট সার্ভিস কমিশন (SSC) ও স্থায়ী কমিশন (PC) ও গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল অ্যান্ড নন-টেকনিক্যাল) শাখায় শর্ট সার্ভিস কমিশন (SSC)-এর মোট ২৭৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ-
অনলাইন আবেদন শুরুর তারিখ- ১ জন, ২০১৩ এবং অনলাইন আবেদনের শেষ তারিখ ৩০ জুন, ২০২৩।

বয়স
টেকনিক্যাল অ্যান্ড নন-টেকনিক্যাল শাখায় প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ২০ বছর থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণি পাশ অবিই, বিটেক বা স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে পদ বিশেষে যোগ্যতা আলাদা।

নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের AFCAT লিখিত পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্ট (EKT)ও SSB টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।।পরীক্ষার তারিখ,সময়, স্থান আবেদনের পর যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইট https://afcat.cdac.in/AFCAT/ দেখুন।

Next Article