নয়া দিল্লি: ৯টা-৫টার চাকরি নয়, জীবনে অন্য কিছু করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency) বা এনআইএ(NIA)-তে চলছে কর্মী নিয়োগ। এনআইএ-র তরফে জানানো হয়েছে, মোট ৪৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-
মোট ৪৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।
লেভেল-৫ ম্য়াট্রিক্সের ভিত্তিতে বেতন দেওয়া হবে। অর্থাৎ এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ২৯ হাজার ২০০ টাকা থেকে ৯২ হাজার ৩০০ টাকা হবে।
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর।
আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্য়ালয় থেকে স্নাতক হতে হবে।
আবেদনকারীদের কমপক্ষে দুই বছর অপরাধমূলক মামলা বা গোয়েন্দা বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ফর্ম পূরণ করে তা উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। এই ঠিকানাটি হল SP, NIA, হেড অফিস, CGO কমপ্লেক্সের বিপরীত, লোধী রোড, নয়া দিল্লি-১১০০০৩।