NIA Recruitment 2023: জীবনে রোমাঞ্চ পছন্দ? তবে আবেদন করুন NIA-তে, বিস্তারিত জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 21, 2023 | 8:19 AM

NIA Recruitment 2023: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency) বা এনআইএ(NIA)-তে চলছে কর্মী নিয়োগ। এনআইএ-র তরফে জানানো হয়েছে, মোট ৪৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

NIA Recruitment 2023: জীবনে রোমাঞ্চ পছন্দ? তবে আবেদন করুন NIA-তে, বিস্তারিত জেনে নিন
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ৯টা-৫টার চাকরি নয়, জীবনে অন্য কিছু করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency) বা এনআইএ(NIA)-তে চলছে কর্মী নিয়োগ। এনআইএ-র তরফে জানানো হয়েছে, মোট ৪৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-

শূন্যপদ-

মোট ৪৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

পদ-

অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন-

লেভেল-৫ ম্য়াট্রিক্সের ভিত্তিতে বেতন দেওয়া হবে। অর্থাৎ এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ২৯ হাজার ২০০ টাকা থেকে  ৯২ হাজার ৩০০ টাকা হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্য়ালয় থেকে স্নাতক হতে হবে।

অভিজ্ঞতা-

আবেদনকারীদের কমপক্ষে দুই বছর অপরাধমূলক মামলা বা গোয়েন্দা বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা-

আবেদন ফর্ম পূরণ করে তা উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। এই ঠিকানাটি হল SP, NIA, হেড অফিস, CGO কমপ্লেক্সের বিপরীত, লোধী রোড, নয়া দিল্লি-১১০০০৩।

Next Article