IGNOU admission: হাতে ২ দিন সময়! IGNOU-তে ভর্তি হয়ে পড়াশুনো চালাতে চাইলে এখনও আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 10, 2022 | 12:30 AM

Higher Education: যাঁরা পড়াশুনো চালিয়ে যেতে চান অথবা নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়াতে চান, তাদের হাতে আর ২ দিন সময় রয়েছে।

IGNOU admission: হাতে ২ দিন সময়! IGNOU-তে ভর্তি হয়ে পড়াশুনো চালাতে চাইলে এখনও আবেদন করুন
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: ভারতে অন্যতম সেরা মুক্ত বিশ্ববিদ্যালয় ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনুতে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। জুলাই ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির সময় ১১ নভেম্বর অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে। যাঁরা পড়াশুনো চালিয়ে যেতে চান অথবা নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়াতে চান, তাদের হাতে আর ২ দিন সময় রয়েছে। ইচ্ছুক আবেদনকারীরা ignou.ac.in ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দের বিষয়ে আবেদন করতে পারেন। টুইটারেও ইগনুর তরফে সময়সীমা বৃদ্ধির কথা জানিয়ে দেওয়া হয়েছে। টুইটার পোস্টে লেখা হয়েছে, “সার্টিফিকেট ও সেমেস্টার ভিত্তিক কোর্সে নতুন ভর্তির শেষ তারখি ১১ নভেম্বর অবধি বৃদ্ধি করা হয়েছে।”

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই ইগনু অফিসিয়াল ওয়েবসাইট ignou.ac.in এ চলে যেতে হবে।

সেখানে গিয়ে প্রথমেই নিজের নাম নথিভুক্ত করতে হবে।

ওয়েবসাইটে গিয়ে হোমপেজে থাকা “Fresh Admission for PG and UG Programme, both for Online and ODL mode (except certificate and semester-based Programme) has been extended till 11th November 2022” লিঙ্কে ক্লিক করতে হবে।

এবার নিজের লগইন ক্রেডেনশিয়াল দিয়ে লগইন করতে হবে এবং যথাযথভাবে ফর্ম পূরণ করতে হবে।

যাবতীয় তথ্য যাচাই করে নিয়ে সাবমিটে ক্লিক করতে হবে।

ভবিষ্যতে ব্যবহারের জন্য ফর্ম ডাউনলোড করে নিয়ে রাখতে হবে।

দূরশিক্ষা ও মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের অন্যতম সেরা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ইগনু। যারা পারিবারিক বা আর্থিক চাপের কারণে পড়াশুনো শেষ করতে পারেননি অথবা যারা চাকরি করতে করতে পড়াশুনো চালিয়ে যেতে চান, তার ইগনু থেকে নিজের পড়াশুনো শেষ করতে পারেন। তাই যেসব প্রার্থীরা আগ্রহী, তারা দ্রুত আবেদন করুন।

Next Article