IIT Kanpur Recruitment 2022: IIT-তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, বেতন দেখে খুশি হবেন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 15, 2022 | 9:30 AM

Recruitment 2022: ৯ নভেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে।

IIT Kanpur Recruitment 2022: IIT-তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, বেতন দেখে খুশি হবেন
ছবি: ফাইল চিত্র

Follow Us

যেসব চাকরিপ্রার্থীরা সরকারি চাকরির সন্ধানে রয়েছেন বা তার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভাল খবর নিয়ে এসেছে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি কানপুর। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুকরা আইআইটি কানপুরের ওয়েবসাইট iitk.ac.in থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। ৯ নভেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে। জানা গিয়েছে, মোট ১১৯টি শূন্যপদ রয়েছে। আবেদনের যাবতীয় খুঁটিনাঁটি এক নজরে দেখে নেওয়া যাক…

বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর বয়স অবধি এই পদে আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটারে সম্যক জ্ঞান থাকতে হবে এর পাশাপাশি ২ বছরের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।

আবেদন ফি: সাধারণ, ওবিসি ও ইডাব্লুএস প্রার্থীদের ৭০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এছাড়া অন্যান্য সংরক্ষিত প্রার্থী ও মহিলাদের কোনও আবেদন ফি লাগবে না।

নিয়োগ ও আবেদন পদ্ধতি: লিখিত পরীক্ষার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্র্যাকটিক্যাল টেস্ট ও প্রয়োজনীয় অন্যান্য পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদপত্র পূরণ করার পর আবেদন ফি জমা দিয়ে ফর্ম জমা দিতে হবে। এছাড়াও ভবিষ্যতে ব্যবহারের জন্য ফর্মের প্রিন্ট আউট রাখতে হবে।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article