AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Career Tips: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য বড় সুখবর! আইআইটি মাদ্রাজে শুরু হচ্ছে ২ নতুন কোর্স

Career Tips: নতুন সেশনের জন্য দুটি নতুন বি.টেক কোর্স চালু করেছে এই প্রতিষ্ঠান। এই দুটি ডিগ্রি কোর্সই অ্যাপ্লাইড মেকানিক্স এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে পরিচালিত হবে।

Career Tips: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য বড় সুখবর! আইআইটি মাদ্রাজে শুরু হচ্ছে ২ নতুন কোর্স
| Updated on: May 19, 2025 | 8:02 PM
Share

দেশে যে সব আইআইটি রয়েছে তাদের মধ্যে অন্যতম হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজ। বিশেষ করে গবেষণার ক্ষেত্রে বেশ এগিয়ে আছে এই ক্ষেত্র। এবার সেই আইআইটি মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য নিয়ে এল বড় সুখবর।

নতুন সেশনের জন্য দুটি নতুন বি.টেক কোর্স চালু করেছে এই প্রতিষ্ঠান। এই দুটি ডিগ্রি কোর্সই অ্যাপ্লাইড মেকানিক্স এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে পরিচালিত হবে।

আইআইটি মাদ্রাজের দেওয়া তথ্য অনুযায়ী, জেইই অ্যাডভান্সড পাশ করা শিক্ষার্থীরা জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি কাউন্সেলিংয়ে এই দুটি প্রোগ্রাম বেছে নিতে পারবেন। প্রতিটি কোর্সে ৪০টি করে আসন থাকবে।

১। কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্স –

এই বি.টেক কোর্সের কোড রাখা হয়েছে ৪১২U। এটি একটি চার বছরের প্রোগ্রাম, যা ডিজিটাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিশেষ ভাবে ফোকাস করে। এতে শিক্ষার্থীরা কম্পিউটেশনাল প্রযুক্তি এবং এআই সম্পর্কে শিখবে। এটি ঐতিহ্যবাহী কৌশলের সঙ্গে অত্যাধুনিক গণনামূলক সরঞ্জামগুলিকে একত্রিত করবে।

মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের পাশাপাশি কম্পিউটিং এবং কম্পিউটেশনাল পদ্ধতি সম্পর্কেও ধারণা তৈরি হবে শিক্ষার্থীদের। এই কোর্সটি করলে শিক্ষার্থীদের কেরিয়ারের সুযোগ বাড়বে। এতে শিক্ষার্থীরা মহাকাশ, রোবোটিক্স, অটোমোটিভ এবং উৎপাদনের মতো উদীয়মান ক্ষেত্রগুলির দিকে অগ্রসর হতে সক্ষম হবে।

২। ইন্সট্রুমেন্টেশন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং –

এই বি.টেক কোর্সের কোড রাখা হয়েছে 412V। এটি একটি চার বছর মেয়াদী বি.টেক প্রোগ্রাম যা ইলেকট্রিক্যাল এবং ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এ শিক্ষার্থীদের শক্তিশালী করবে। এই কোর্সটি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংকে একীভূত করে চিকিৎসা ডিভাইস তৈরির প্রশিক্ষণও দেবে। এই প্রোগ্রামটি অনুসরণকারী শিক্ষার্থীরা বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ মোকাবেলায় চিকিৎসাগতভাবে নিয়ন্ত্রিত, নীতিগতভাবে সংবেদনশীল সমাধান তৈরি করতে সক্ষম হবে।

এই প্রোগ্রামটি স্নাতকদের মেডিক্যাল ডিভাইস শিল্প, পুনর্বাসন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় উদ্যোক্তা ভূমিকা সহ বিভিন্ন ভূমিকা খুঁজে পেতে সহায়তা করবে।