IPPB Recruitment 2023: ৩ লক্ষ টাকা সর্বাধিক বেতন, এই ব্যাঙ্ক চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 06, 2023 | 8:50 AM

নয়া দিল্লি: আপনি যদি চাকরি খোঁজেন, তবে আপনার জন্য় রয়েছে দারুণ খবর। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে চলছে কর্মী নিয়োগ। ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি আইপিপিবি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৮টি শূন্যপদে […]

IPPB Recruitment 2023: ৩ লক্ষ টাকা সর্বাধিক বেতন, এই ব্যাঙ্ক চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: আপনি যদি চাকরি খোঁজেন, তবে আপনার জন্য় রয়েছে দারুণ খবর। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে চলছে কর্মী নিয়োগ। ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি আইপিপিবি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদগুলি হল-

ম্যানেজার

সিনিয়র ম্যানেজার

চিফ ম্যানেজার

অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার

ডেপুটি জেনারেল ম্য়ানেজার।

কর্মস্থান– আইপিপিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মস্থান হবে নয়া দিল্লিতে।

আবেদনের শেষ তারিখ- আগামী ২২ মার্চ অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে। কেবলমাত্র অনলাইন মাধ্য়মেই আবেদন করা যাবে।

বয়সসীমা-

ম্যানেজার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বয়সসীমা ২৩ থেকে ৩৫ বছর হতে হবে।

সিনিয়র ম্যানেজার পদে যারা আবেদন করবেন, তাদের বয়সসীমা ২৬ থেকে ৩৫ বছর হতে হবে।

চিফ ম্য়ানেজার পদে যারা আবেদন করবেন, তাদের বয়সসীমা ২৯ থেকে ৪৫ বছর হতে হবে।

অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পদে যারা আবেদন করবেন, তাদের বয়সসীমা ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

ডেপুটি জেনারেল ম্যানেজার পদে যারা আবেদন করবেন, তাদের বয়সসীমা ৩৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীদের অবশ্যই কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।

বেতন-

এই শূন্য়পদে যাদের নিয়োগ করা হবে, তাদের সর্বাধিক ১ লক্ষ ১৮ হাজার থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা অবধি হবে।

অভিজ্ঞতা-

আবেদনকারীদের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Next Article