গত ১০ মাসে জানুয়ারিতে সবচেয়ে বেশি কর্মসংস্থান দেশে, বলছে CMIE-র রিপোর্ট

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Feb 03, 2022 | 3:02 PM

, Unemployment Rate: জানুয়ারি মাসে সবচেয়ে কম বেকারত্ব তেলেঙ্গানায় দেখা গিয়েছে অন্যদিকে বেকারত্বের সর্বাধিক হার ছিল হরিয়াণায়। তেলেঙ্গানায় এই পরিসংখ্যান ছিল ০.৭ শতাংশ, যার পর গুজরাট ১.২ শতাংশ, মেঘালয় ১.৫ শতাংশ এবং ওড়িশায় ১.৮ শতাংশ বেকারত্বের হার থেকেছে। অন্যদিকে হরিয়াণা ২৩.৪ শতাংশ বেকারত্বের হার নিয়ে এই তালিকায় সবার উপরে রয়েছে। এরপর ১৮.৯ শতাংশ বেকারত্বের হার নিয়ে জায়গা পেয়েছে রাজস্থান।

গত ১০ মাসে জানুয়ারিতে সবচেয়ে বেশি কর্মসংস্থান দেশে, বলছে CMIE-র রিপোর্ট
ফাইল চিত্র

Follow Us

কর্মসংস্থানের ক্ষেত্রে জানুয়ারি মাস গত ১০ মাসের তুলনায় উন্নত প্রমাণিত হয়েছে। বেসরকারি সংস্থা সিএমআইই (CMIE) দ্বারা প্রকাশিত মাসিক পরিসংখ্যান অনুযায়ী দেশে বেকারত্বের দার বর্তমান অর্থবর্ষের সবচেয়ে নীচের স্তরে পৌঁছেছে। এই কর্ম সংস্থান বাড়ার পেছনে কোভিডের তৃতীয় ঢেউয়ের অনুমানের চেয়ে কম প্রভাব পড়া এবং কোভিড বিধি উঠে যাওয়াই প্রধান কারণ হিসেবে উঠে আসছে। জানুয়ারি মাসেই দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের সমস্যা দেখতে পাওয়া গিয়েছিল, তবে এর প্রভাব সীমিত থাকায় সরকার নিষেধাজ্ঞায় ছাড় দিয়েছে যার ফলে রোজগার বাড়তে দেখা গেছে। পরিসংখ্যান অনুযায়ী গ্রামীণ এলাকায় রোজগারের হার বাড়ায় বেকারত্বের সংখ্যা কম দেখতে পাওয়া গিয়েছে।

কেমন থেকেছে বেকারত্বের পরিসংখ্যান

ওমিক্রন সংক্রমণের সংখ্যা কমায় এবং নিষেধাজ্ঞায় ঢিলেমির কারণে ভারতে বেকারত্বের হার জানুয়ারি ২০২২ এ কমে ৬.৫৭ শতাংশে নেমে গিয়েছে, যা ২০২১ এর মার্চের পর সর্বনিম্ন। অর্থনীতির উপর নজর রেখে চলা বেসরকারি সংস্থা সিএমআইই বুধবার জানুয়ারি মাসের পরিসংখ্যান প্রকাশ করতে গিয়ে বলেছে যে এই মাসে বেকারত্বের হার যথেষ্ট হ্রাস পেয়েছে আর এই হার কমে ৬.৫৭ শতাংশে নেমে গিয়েছে। তবে ভারতের শহুরে এলাকায় বেকারত্বের হাও এখনও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সিএমআইই জানিয়েছে, জানুয়ারি মাসে শহুরে এলাকায় বেকারত্বের হার ৮.১৬ শতাংশ থেকেছে অন্যদিকে গ্রামীণ এলাকায় এই হার ছিল ৫.৮৪ শতাংশ। এর আগে ডিসেম্বর ২০২১-এ মোট বেকারত্বের হার ৭.৯১ শতাংশ ছিল, যার মধ্যে শহুরে এলাকায় ৯.৩০ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৭.২৮ শতাংশ বেকারত্বের হার ছিল।

দেশের কোথায় সবচেয়ে কম বেকারত্বের হার

জানুয়ারি মাসে সবচেয়ে কম বেকারত্ব তেলেঙ্গানায় দেখা গিয়েছে অন্যদিকে বেকারত্বের সর্বাধিক হার ছিল হরিয়াণায়। তেলেঙ্গানায় এই পরিসংখ্যান ছিল ০.৭ শতাংশ, যার পর গুজরাট ১.২ শতাংশ, মেঘালয় ১.৫ শতাংশ এবং ওড়িশায় ১.৮ শতাংশ বেকারত্বের হার থেকেছে। অন্যদিকে হরিয়াণা ২৩.৪ শতাংশ বেকারত্বের হার নিয়ে এই তালিকায় সবার উপরে রয়েছে। এরপর ১৮.৯ শতাংশ বেকারত্বের হার নিয়ে জায়গা পেয়েছে রাজস্থান। সিএমআইই ডিসেম্বর ২০২১ এ অনুমান করেছিল যে দেশে মোট বেকারত্বের সংখ্যা ৫.৩ কোটি, যার একটা বড় অংশ ছিল মহিলারা। বেকারত্বের পরিসংখ্যানের উপর সিএমআইই-র ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও মহেশ ব্যাস জানিয়েছেন, ডিসেম্বরে প্রায় ৩.৫ কোটি বেকার সক্রিয়ভাবে কাজের সন্ধান করছিলেন তাদের মধ্যে প্রায় ৮০ লাখ ছিলেন মহিলা। তিনি বলেন যে কোনো রোজগার না থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে কাজের সন্ধান না করা ১.৭ কোটি মানুষকে যে কোনও ধরনের কাজের গতিবিধির সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: CM Mamata Banerjee: ‘কেউ দয়া করছে না, ওদের বুঝিয়ে দিন’, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ব্যাঙ্কগুলির প্রতি ক্ষোভ মমতার

Next Article