শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে অবশ্যই সরকারের স্বীকৃত কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে।
ইংরেজিতে প্রতি মিনিটে টাইপিং স্পিড ৩৫ ও হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করতে জানতে হবে।
বয়সসীমা-
সাধারণ শ্রেণি- ১৮ থেকে ২৫ বছর।
ওবিসি-১৮ থেকে ২৮ বছর।
জনজাতি/উপজাতি- ১৮ থেকে ৩০ বছর।
নির্বাচনের পদ্ধতি-
আবেদনকারীকে প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার উপরে নির্ভর করেই এই লিখিত পরীক্ষা নেওয়া হবে। সাধারণ জ্ঞান, রিসনিং, ইংরেজি সহ কয়েকটি বিষয়ের উপর প্রশ্ন করা হবে। প্রশ্নপত্র হিন্দি ও ইংরেজিতে দেওয়া হবে। উত্তরও এই দুটি ভাষায় লেখা যাবে।
এছাড়াও শারীরিক, প্রাক্টিক্যাল ও স্কিল টেস্ট হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদনকারীদের এই ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে- প্রিসাইডিং অফিসার, সিভিলিয়ান রিক্রুটমেন্ট বোর্ড, এয়ার ফোর্স রেকর্ড অফিস, সুব্রত পার্ক, নয়া দিল্লি-১১০০১০।