Indian Army Agniveer Recruitment 2022: ভারতীয় সেনায় অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, কীভাবে আবেদন করবেন?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 19, 2022 | 9:00 AM

Recruitment 2022: হরিয়ানার অম্বালাকে ২৫ অক্টোবর থেকে ১১ নভেম্বর অবধি নিয়োগ র‌্যালি অনুষ্ঠিত হবে।

Indian Army Agniveer Recruitment 2022: ভারতীয় সেনায় অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, কীভাবে আবেদন করবেন?
ভারতীয় সেনা (ফাইল ছবি)

Follow Us

গুরুগ্রাম: কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের আওতায় ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ করা হবে। হরিয়ানার অম্বালাকে ২৫ অক্টোবর থেকে ১১ নভেম্বর অবধি নিয়োগ র‌্যালি অনুষ্ঠিত হবে। আম্বালা ক্যান্টে আর্মি রিক্রুটমেন্ট হেডকোয়ার্টার এবং খড়গা স্টেডিয়ামে কর্মী এই র‌্যালি অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জেনে নিন

  1. আম্বালা, কাইথাল, কর্নাল, কুরুক্ষেত্র, যমুনানগর এবং পঞ্চকুলা — এবং চণ্ডীগঢ়ের কেন্দ্রশাসিত অঞ্চলের যুবকরা এই অগ্নিবীর নিয়োগ র‌্যালিতে অংশগ্রহণ করতে পারবে।
  2. নিয়ম অনুসারে তার চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুত্র এবং সৈনিক বীর নারীদের উচ্চতা, ওজন এবং বুকের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে ২০ শতাংশ বোনাস নম্বর দেওয়া হবে।
  3. খেলো ইন্ডিয়া যুব গেমস এবং অল ইন্ডিয়া স্কুল গেমস ফেডারেশনের বিজয়ীদেরও বোনাস পয়েন্ট দেওয়া হবে।
  4. অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর ক্লার্ক, স্টোরকিপার (টেকনিক্যাল), অগ্নিবীর (টেকনিক্যাল), এবং অগ্নিবীর ট্রেডসম্যান, রিক্রুটমেন্ট ডিরেক্টর পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলবে।
Next Article