Indian Coast Guard Recruitment: মাধ্যমিক পাশ করলেই ভারতীয় কোস্ট গার্ডে চাকরি! এখনই আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Jun 04, 2022 | 3:22 PM

Indian Coast Guard: ভারতীয় কোস্ট গার্ডে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

Indian Coast Guard Recruitment: মাধ্যমিক পাশ করলেই ভারতীয় কোস্ট গার্ডে চাকরি! এখনই আবেদন করুন
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

বর্তমানে এই চাকরির আকালের বাজারে প্রচুর মানুষই চাকরি খুঁজছেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ভারতীয় কোস্ট গার্ড। কোস্ট গার্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় কোস্ট গার্ডে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। বিস্তারিত জেনে নিন…

স্টোর কিপার পদ

মোট শূন্যপদ: ২ টি

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১/০৫/২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্য হতে হবে।

বেতন: এই পদের জন্য প্রতি মাসে ১৯,৯০০ টাকা বেতন মিলবে।

লাস্কার পদ

মোট শূন্যপদ: ৩ টি

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১/০৫/২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: এই পদের জন্য প্রতিমাসে ৫,২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: THE COMMANDER HEADQUARTERS, COAST GUARD REGION (NORTH – WEST ) , POST BOX NO-09, SECTOR -11, GANDHINAGAR, GUJARAT- 382010

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Next Article