নয়া দিল্লি: আপনি কি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডে (Indian Oil Corporation Limited) চলছে কর্মী নিয়োগ। আইওসিএল(OICL)-র তরফে জানানো হয়েছে, নন-এগজেকিউটিভ (Non-Executive) পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই এই শূন্যপদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৩০ মে। আগ্রহী আবেদনকারীরা আইওসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন।
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডে মোট ৬৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নন-এগজেকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে ৫৪টি পদ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্টেন্ট-৪ (প্রোডাকশন), ৭টি পদ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্টেন্ট ও ৪টি পদে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্টেন্ট হিসাবে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদনের সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। আবেদনের সর্বোচ্চ ২৬ বছর হতে পারবে।
আবেদনকারীদের প্রথমে আইওসিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com – এ যেতে হবে।
এবার কেরিয়ার ট্যাবে ক্লিক করুন।
এবার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।
এরপরে প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করুন।
এর পরের ধাপে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন ফি জমা দেওয়া হয়ে গেলে ফর্মটি সাবমিট করুন এবং আবেদন ফর্মের একটি কপি প্রিন্ট আউট করে নিন।
উল্লেখ্য, অনলাইনে আবেদন করার পর আবেদনকারীদের প্রয়োজনীয় নথিগুলি বাই পোস্টের মাধ্যমে ১০ জুনের মধ্যে পাঠাতে হবে।