ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কে চাকরির সুযোগ চাকরি প্রার্থীদের সামনে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন প্রার্থীরা। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
নিয়োগকারী সংস্থা:
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)
শূন্যপদের সংখ্যা:
মোট ২৯১ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে
পদের নাম:
Officer in Gr B (DR)-General, Officer in Gr B (DR)-DEPR, Officer in Gr B (DR)-DSIM পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের Economics, Statitics, Mathematical Statistics, Mathematical Economics, Econometrics, Statistics, Informatics, Applied Statistics ও Informatics এ স্নাতকোত্তর পাশ করতে হবে।
বয়সসীমা:
উক্ত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
প্রতি মাসে বেতন মিলবে ১ লক্ষ ১৬ হাজার ৯১৪ টাকা।
আবেদন পদ্ধতি:
অনলাইনেই করতে হবে আবেদন।
আবেদনের শেষ দিন:
৯ জুন অবধি করা যাবে আবেদন
এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন