Indian Railway Jobs : ভারতীয় রেলে এ রাজ্যের বাসিন্দাদের জন্য চাকরির বড় সুযোগ, ৫ হাজারেরও বেশি পদে চলছে নিয়োগ, এখনি করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 03, 2022 | 9:45 AM

Indian Railway Jobs : ভারতীয় রেলে ৫ হাজারেরও বেশি শূন্যপদে চলছে নিয়োগ। এর মধ্যে ৫২২ টি পদ রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য। আবেদন করার শেষ তারিখ ৩০ জুন।

Indian Railway Jobs : ভারতীয় রেলে এ রাজ্যের বাসিন্দাদের জন্য চাকরির বড় সুযোগ, ৫ হাজারেরও বেশি পদে চলছে নিয়োগ, এখনি করুন আবেদন
প্রতীকী ছবি

Follow Us

আমরা এক একজন এক একটা লক্ষ্য স্থির করে জীবন পথে এগিয়ে যাই। কেউ ঝা চকচকে কর্পোরেটে পা রাখার স্বপ্নে তৈরি করি। কেউ আবার সাদামাটা ১০-৫ টার সরকারি চাকরিতেই মনোনিবেশ করি। তার জন্য শুরু হয় পড়াশোনা। ছেলেবেলার বিভিন্ন পড়াশোনাগুলোকে পুনরায় ধূুলো ঝেড়ে ঘষে মেজে মুখস্থ করা। সরকারি চাকরির পরীক্ষায় সফল হতে হবে তো! সেই উদ্দেশ্যে অনেকে কোচিং সেন্টারেও ভর্তি হন। শুরু হয় আদা-জল খেয়ে সরকারি চাকরির জন্য প্রস্তুতি। অনেকের মনে এই ভাবনাই চলে যে, বেতন ও নিরাপত্তার দিক থেকে সরকারি চাকরির তুলনা হয় না। তাই সরকারি চাকরির দিকেই বেশিরভাগ মানুষ ঝোঁকেন। আর তা যদি রেলের চাকরি হয় তাহলে তো সোনায় সোহাগা। রেলের চাকরি বলতেই অনেকের কল্পনাতেই আসে মোটা বেতন। এবার রেলে শিক্ষানবীশ পদে পাঁচ হাজারেরও বেশি পদে চলছে নিয়োগ। পশ্চিমবঙ্গের বাসিন্দারের জন্য ৫২২ টি পদে রয়েছে চাকরির সুযোগ।  শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বিস্তারিত জেনে নিন।

শূন্যপদ :

শিক্ষানবীশ বা Act Apprentice এ ৫৬৩৬ পদে চলছে নিয়োগ।

কাটিহার (KIR) এবং TDH ওয়ার্কশপ – ৯১৯ টি
আলিপুরদুয়ার (এপিডিজে) – ৫২২ টি
রাঙ্গিয়া (RNY) – ৫৫১ টি
লুমডিং (LMG) ও S&T / ওয়ার্কশপ- ১১৪০ টি
তিনসুকিয়া (TSK) – ৫৪৭ টি
নিউ বোঙ্গাইগাঁও ওয়ার্কশপ (NBQS) এবং EWS/BNGN – ১১১০
ডিব্রুগড় ওয়ার্কশপ (DBWS) – ৮৪৭ টি

নিয়োগকারী সংস্থা :

উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে

কর্মস্থল : 

অসম ও পশ্চিমবঙ্গে

শিক্ষাগত যোগ্যতা :

কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ করতে হবে। নির্দিষ্ট ট্রেডে ITI লাগবে।

বয়সসীমা :

১ এপ্রিল ২০২২ অনুযায়ী বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

আবেদন মূল্য :

Gen/ OBC ক্যাটেগরির জন্য ১০০ টাকা ফি লাগবে। SC/ST/ PWD বা মহিলা প্রার্থীদের জন্য কোনও ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ :

৩০ জুন অবধি করা যাবে আবেদন

বিস্তারিত জানতে ক্লিক করুন

Next Article