নয়া দিল্লি: দীর্ঘদিন ধরে যারা চাকরি খুুঁজছেন, তাদের জন্য দারুণ সুখবর। ভারতীয় রেলের তরফে ফের একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে জানানো হয়েছে, নর্থান রেলওয়েতে কর্মী নিয়োগ করা হবে। টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, ট্রেন ম্যানেজার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৮ অগস্ট অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে। আগ্রহী আবেদনকারীরা ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।
নর্থান রেলওয়ের তরফে জানানো হয়েছে, মোট ৩২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। জেনারেল ডিপার্টমেন্টাল কমপিটিটিভ এগজামিনেশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
indianrailways.gov.in – এই ওয়েবসাইটে গিয়ে শূন্যপদে আবেদন জানাতে হবে।
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট- মোট ১৬৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ট্রেন ম্যানেজার- মোট ৪৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
টেকনিশিয়ান- মোট ৭৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার- মোট ৩০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবং আইটিআই-র অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে। যাদের আইটিআই থেকে মেকানিক্যাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা রয়েছে, তারাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
ফিটার, ইলেকট্রিশিয়ান, ইন্সট্রুমেন্ট মেকানিক, মিল রাইট, মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক সহ অন্যান্য পদের জন্য আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।