নয়া দিল্লি: রেল চাকরি করতে চান? তবে সামনেই রয়েছে দারুণ সুযোগ। সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrcser.co.in-এ বা অফলাইনে আবেদন করতে পারেন। ইতিমধ্যেই এই শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৬ ডিসেম্বর।
সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, স্পোর্টস কোটার অধীনে কর্মী নিয়োগ করা হবে। মোট ৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
গ্রুপ সি- ২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
গ্রুপ ডি- ৩৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৬ ডিসেম্বর। তবে সিকিম, জম্মু-কাশ্মীর, লাহুল-স্পিতি, চাম্বা, আন্দামান নিকোবর ও লক্ষদ্বীপের বাসিন্দাদের আবেদন ৫ জানুয়ারি অবধি গ্রহণ করা হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ২৫ বছর ধার্য করা হয়েছে। তবে জনজাতি, উপজাতি, ওবিসিদের ক্ষেত্রে বয়সসীমা নেই।
এই শূন্যপদে আবেদনের জন্য ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, বিশেষভাবে সক্ষম, মহিলা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।