Job Alert: বেতন সাড়ে ৩ লাখ পর্যন্ত! দুর্দান্ত চাকরির সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান অয়েল

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 07, 2023 | 7:00 AM

IOCL: যদি মনে করেন, আপনিই যোগ্য প্রার্থী, তাহলে এখনই আবেদন করে ফেলুন। পাঁচ বছরের মেয়াদের ভিত্তিতে এই নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? কত বেতন? কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন সব খুঁটিনাটি।

Job Alert: বেতন সাড়ে ৩ লাখ পর্যন্ত! দুর্দান্ত চাকরির সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান অয়েল
চাকরি দিচ্ছে ইন্ডিয়ান অয়েল
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: চাকরির দুর্দান্ত সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ওয়েল। আকর্ষণীয় বেতন। প্ল্যানিং অ্যান্ড বিজ়নেস ডেভলপমেন্ট শাখার ডিরেক্টর পদের জন্য যোগ্য প্রার্থী খুঁজছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। যদি মনে করেন, আপনিই যোগ্য প্রার্থী, তাহলে এখনই আবেদন করে ফেলুন। পাঁচ বছরের মেয়াদের ভিত্তিতে এই নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? কত বেতন? কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন সব খুঁটিনাটি।

পদের নাম – ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড বিজ়নেস ডেভলপমেন্ট) পদে নিয়োগ দিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড।

বেতন কাঠামো – এই পদে চাকরিতে প্রতি মাসে ১ লাখ ৮০ হাজার টাকা থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন আপনি।

শিক্ষাগত যোগ্যতা – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের এই পদে চাকরির জন্য আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভাল নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। যদি এমবিএ বা পিজিডিএম পাশ হন, তাহলে বাড়তি সুবিধা মিলবে।

কাজের অভিজ্ঞতা – গত দশ বছরের মধ্যে তেল-গ্যাস-পেট্রোকেমিক্য়াল সেক্টরে মার্কেটিং, রিফাইনিং, প্রজেক্টস, প্ল্যানিং কিংবা বিজনেস ডেভেলপমেন্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। যাঁদের লজিস্টিকস, নিগোশিয়েশন, লিগ্যাল ও স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা বাড়তি সুবিধা পাবেন।

বয়সের ঊর্ধ্বসীমা – আবেদনকারীদের বয়স অন্তত ৪৫ বছর হতে হবে। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত আবেদনকারীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

কাজের মেয়াদ – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড বিজ়নেস ডেভলপমেন্ট) পদে কাজের মেয়াদ থাকবে ৫ বছর।

কীভাবে আবেদন করবেন – যোগ্য প্রার্থীরা অনলাইনে PESB ওয়েবসাইট মারফত পাঠাতে পারেন। কিংবা আবেদনপত্রের প্রিন্ট আউট দিল্লিতে লোধি রোডে সিজিও কমপ্লেক্সে পাবলিক ইন্টারপ্রাইজ় ভবনে পাবলিক ইন্টারপ্রাইজ় সিলেকশন বোর্ডের সেক্রেটারির কাছে ডাক মারফত পাঠাতে পারেনে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ – ১ জানুয়ারি, ২০২৪

বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।

 

 

Next Article