অবসরের পরও চাকরির দারুণ সুযোগ দিচ্ছে IRCTC, কত মাইনে জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 22, 2023 | 7:21 AM

IRCTC RECRUITMENT 2023: অবসরের পর বাড়িতে বসে আছেন? এই ধরনের কর্মচারীদের জন্য বাধা মাস মাইনের চাকরির এক দারুণ সুযোগ আনল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসি (IRCTC)। আইআরসিটিসির নয়া দিল্লির নতুন কর্পোরেট অফিসের অর্থ বিভাগে ৫টি শূন্যপদ রয়েছে।

অবসরের পরও চাকরির দারুণ সুযোগ দিচ্ছে IRCTC, কত মাইনে জেনে নিন
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: অবসরের পর বাড়িতে বসে আছেন? এই ধরনের কর্মচারীদের জন্য বাধা মাস মাইনের চাকরির এক দারুণ সুযোগ আনল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসি (IRCTC)। আইআরসিটিসির নয়া দিল্লির নতুন কর্পোরেট অফিসের অর্থ বিভাগে ৫টি শূন্যপদ রয়েছে। এর জন্য কেন্দ্রীয় সরকারের অর্থ বিভাগের অভিজ্ঞ এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আইআরসিটিসির সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচিত প্রার্থীদের একটি প্যানেল তৈরি করা হবে এবং প্রয়োজনের ভিত্তিতে প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। প্রয়োজনীয়তা এবং কর্মক্ষমতা অনুযায়ী চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে।

যোগ্যতার মানদণ্ড:

বিজ্ঞপ্তি অনুসারে, ভারত সরকারের অর্থ বিভাগের কর্মী, যাদের পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে এবং ই২ (E2)/ ই৩ (E3) বা লেভেল ৮/লেভেল ৯ (গ্রুপ বি গেজেটেড) বা লেভেল ১০ থেকে অবসর নিয়েছেন, তারাই আবেদন করতে পারবেন।

বয়সসীমা:

বিজ্ঞপ্তি অনুসারে, এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৬৪ বছরের কম হতে হবে।

বেতন:

নির্বাচিত প্রার্থীরা একটি নির্দিষ্ট মাসিক বেতন দেওয়া হবে। অবসর গ্রহণের সময় যে বেতন পেতেন, তা থেকে বেসিক পেনশনের পরিমাণ কেটে যে অর্থ হয়, সেটাই দেওয়া হবে বেতন হিসেবে। এইভাবে নির্ধারিত বেতনের পরিমাণ চুক্তি মেয়াদকালে অপরিবর্তিত থাকবে। কনভেয়েন্স অ্যালাউন্স এবং মোবাইল ফোনের খরচ দেওয়া হবে আইআরসিটিসির নীতি অনুযায়ী। অন্য কোনও ভাতা দেওয়া হবে না। কোথাও সফর করতে হলে, আইঐআরসিটিসির নীতি মেনে টিএ/ডিএ/লজিং চার্জ দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া:

সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

কীভাবে আবেদন করবেন:

বিজ্ঞপ্তি অনুসারে, আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আবেদনের শেষ তারিখ বা তার আগে ডাক যোগে যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে। অন্য কোনো পদ্ধতিতে করা আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্র পাঠানোর ঠিকানা – অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার/এইচআরডি, আইআরসিটিসি, কর্পোরেট অফিস, ১১ তলা, বি-১৪৮, বারাখাম্বা রোড, নয়া দিল্লি – ১১০০০১।

আবেদনের শেষ তারিখ

আবেদনটি ৭ জুন (০৭.০৬.২০২৩) বা তার আগে পৌঁছতে হবে। অসম্পূর্ণ আবেদন বা শেষ তারিখের পরে প্রাপ্ত আবেদন প্রত্যাখ্যান করা হবে।

Next Article