নয়া দিল্লি: ইসরোয় চাকরি করার স্বপ্ন? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি।
ইসরোর তরফে জানানো হয়েছে, মোট ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কৃষি, জিওলজি, জিওফিজিক্স, সোল সায়েন্স, ওয়াটার রিসোর্স সহ একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
ইঞ্জিনিয়ার/সায়েন্টিস্ট- মোট ৩৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মেডিক্যাল অফিসার- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
নার্স- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
লাইব্রেরি অ্যাসিস্টেন্ট- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সায়েন্টিস্ট-ইঞ্জিনিয়ার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক বেতন হবে ৮১ হাজার ৯০৬ টাকা।
মেডিক্যাল অফিসার পদে যাদের নিয়োগ করা হবে, তাদেরও মাসিক বেতন হবে ৮১ হাজার ৯০৬ টাকা।
নার্স পদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক বেতন হবে ৬৫ হাজার ৫৫৪ টাকা। লাইব্রেরি অ্যাসিস্টেন্টেরও বেতন একই।
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকরীদের ৭৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের এই পদে আবেদনের জন্য ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।