অযোধ্যা: দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষা। অবশেষে উদ্বোধন হল অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir)। গর্ভগৃহে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর সঙ্গে মন্দিরের গর্ভগৃহে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভগবত ও মন্দিরের প্রধান পুরোহিত। রাম মন্দিরে স্থাপিত রামলালার প্রধান পুজারী কে হবে, জানেন? তাঁর বেতনই বা কত?
জানা গিয়েছে, রামলালার পুজারী হবেন মোহিত পাণ্ডে। দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠ থেকে শিক্ষালাভ করেছেন তিনি। সাত বছর সামবেদ নিয়ে পড়াশোনা করেছেন তিনি। আচার্যের ডিগ্রি রয়েছে তাঁর। বর্তমানে পিএইচডি-র প্রস্তুতিও নিচ্ছেন তিনি। জানা গিয়েছে, প্রায় ৩০০০ পুজারি আবেদন করেছিলেন রাম মন্দিরের পুজারি হওয়ার জন্য। তার মধ্যে থেকে বাছাই করা হয় ২০ জনকে। সকলকেই ৬ মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
রাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, পুজারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তাকে অবশ্যই রামনন্দনীয় দীক্ষা নিতে হবে। পুজারী হিসাবে যাকে নিয়োগ করা হবে, তাঁকে গুরুকুল শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত হতে হবে।
পুরেহিতরা সাধারণত দক্ষিণা পেয়ে থাকলেও, এই ধরনের মন্দিরে যারা সারা বছরের জন্য পুজো ও অন্যান্য দায়িত্বে থাকেন, তাদের মাসিক বেতনের ব্যবস্থা থাকে। রাম মন্দির তৈরির আগে অস্থায়ী যে মন্দির ছিল, তার প্রধান পুরোহিতরা ১৫ হাজার টাকার বেশি বেতন পেতেন। সহকারী পুরোহিত পেতেন প্রায় ৯ হাজার টাকা। তবে সম্প্রতিই রাম জন্মভূমি ট্রাস্টের তরফে পুজারীদের বেতন বৃদ্ধি করা হয়। বর্তমানে প্রধান পুরোহিত বেতন পান ৩২ হাজার ৯০০ টাকা। সহকারী পুজারীরা পান ৩১ হাজার টাকা।