ISRO-VSSC: মহাকাশ গবেষণা সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ, সব স্নাতকদের জন্যই রয়েছে সুযোগ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 08, 2023 | 2:44 AM

বিভিন্ন শাখায় পাশ করা ইঞ্জিনিয়ারদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে। এ ছাড়া বিএ, বিএসসি, বিকম পাশদেরও নিয়োগ করা হবে। কোন বিভাগে কত জনকে নিয়োগ করা হবে, তার বিস্তারিত দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

ISRO-VSSC: মহাকাশ গবেষণা সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ, সব স্নাতকদের জন্যই রয়েছে সুযোগ
ফাইল চিত্র

Follow Us

নয়াদিল্লি: বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) মহাকাশ গবেষণার জন্য দেশের এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO বা ইসরো)-এর এই প্রতিষ্ঠানে করা হবে নিয়োগ। ইতিমধ্যেই সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে নিয়োগের বিস্তারিত জানানো হয়েছে। ইসরোর অধীনস্থ এই প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে ২৭৩ জনকে নিয়োগ করার কথা জানানো হয়েছে।

বিভিন্ন শাখায় পাশ করা ইঞ্জিনিয়ারদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে। এ ছাড়া বিএ, বিএসসি, বিকম পাশদেরও নিয়োগ করা হবে। কোন বিভাগে কত জনকে নিয়োগ করা হবে, তার বিস্তারিত দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

বিক্রম সারাভাই স্পেস সেন্টারের এই চাকরি পেতে হলে স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস নম্বর থাকা বাধ্যতামূলক। সেই প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন জেনারাল ক্যাটেগরি পরীক্ষার্থীরা। এসসি, এসটিদের অবশ্য বয়সসীমায় ছাড় রয়েছে।

Next Article