কলকাতা: চাকরি প্রার্থীদে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যানিম্যাল ট্রান্সপোর্ট কনস্টেবল গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা recruitment.itbpolice.nic.in ওয়েবসাইট থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। সব মিলিয়ে মোট ৫২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ২৯ অগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ২৭ সেপ্টেম্বর অবধি আবেদন প্রক্রিয়া চলবে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত রয়েছে।
বয়সসীমা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভের ৩ অনুযায়ী ২১,৭০০-৬৯,১০০ টাকা বেতন পাওয়া যাবে।
আবেদন ফি: সাধারণ, ওবিসি ও ইডাব্লুএস প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এছাড়া অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না। এছাড়াও মহিলা পরীক্ষার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
আবেদন প্রক্রিয়া: recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে আবেদন করতে হবে। অনলাইনেই যাবতীয় প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।