Asha Worker Recruitment: রাজ্যের এক জেলায় আশাকর্মী পদে নিয়োগ করা হবে, বিস্তারিত জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 31, 2022 | 9:00 AM

Asha worker, Recruitment 2022, Asha worker, সব মিলিয়ে আশাকর্মী পদে মোট ৬৯টি শূন্যপদ রয়েছে।

Asha Worker Recruitment: রাজ্যের এক জেলায় আশাকর্মী পদে নিয়োগ করা হবে, বিস্তারিত জেনে নিন
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: যেসব মহিলা চাকরি প্রার্থীরা বয়সকালে পরিস্থিতির চাপে কাজের সন্ধান করছেন, তাদের জন্য বড় সুযোগ নিয়ে এলে রাজ্য প্রশাসন। পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে আশাকর্মী পদে মোট ৬৯টি শূন্যপদ রয়েছে। ৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করা যাবে। উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন।

অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই বিবাহিত, বিধবা অথবা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্না হতে হবে।

আবেদন পদ্ধতি: শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করার পর সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথি: ১) জন্ম তারিখের শংসাপত্র, ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ৩) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ৪) জাতির শংসাপত্র ৫) স্বনির্ভর গোষ্ঠীর পরিচয়পত্র, ৬) রঙিন ২ কপি পাসপোর্ট ছবি।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

বিজ্ঞপ্তি ১

বিজ্ঞপ্তি ২

Next Article