ITBP Recruitment : কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ, দ্বাদশ পাশেই করা যাবে আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 27, 2022 | 4:32 PM

ITBP Recruitment : দ্বাদশ পাশেই ITBP এর হেড কনস্টেবল পদে করা যাবে আবেদন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ জুন থেকে।

ITBP Recruitment : কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ, দ্বাদশ পাশেই করা যাবে আবেদন
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কেন্দ্রীয় বাহিনীতে কাজ করার ইচ্ছে! তবে আপনার জন্যই এই সুযোগ নিয়ে এসেছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। ITBP-র হেড কনস্টেবল পদে করা হবে নিয়োগ। অনলাইনেই করতে হবে আবেদন। আবেদন করা শুরু হবে ৮ জুন থেকে।

আবেদনের শেষ তারিখ :

আবেদনের শেষ তারিখ ৭ জুলাই, ২০২২।

শূন্যপদ :

মোট ২৪৮ টি হেড কনস্টেবল পদের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য রয়েছে ১৩৫ টি পদ। মহিলাদের জন্য ২৩ টি। ৯০ টি পদ রয়েছে হেড কনস্টেবল / CM (LDCE)-র জন্য।

শিক্ষাগত যোগ্যতা :

হেড কনস্টেবল (ডিরেক্ট) এর জন্য স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে দ্বাদশ পাশ। ইংরেজিতে টাইপিং স্পিড হতে হবে ৩৫ WPM ও হিন্দিতে ৩০ WPM।

হেড কনস্টেবল (LDCE) পদে আবেদন করতে পারবে একমাত্র ITBPF তে কর্মরত ব্যক্তি বা মহিলা।

বয়সসীমা :

১ জানুয়ারি ২০২২ অনুযায়ী, হেড কনস্টেবল (ডিরেক্ট)- র বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

হেড কনস্টেবল (LDCE)-র জন্য বয়স হতে হবে ৩৫ বছর।

আবেদনমূল্য :

১০০ টাকা। তবে SC/ST এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন মূল্য লাগবে না।

বেতন :

বেতন হতে পারে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা অবধি।

নির্বাচনের পদ্ধতি :

প্রথমে সকলের আবেদনপত্র যাচাই করে দেখা হবে। তারপর নিম্নোক্ত পদ্ধতির মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বেছে নেওয়া হবে।

শারীরিক কর্মক্ষমতা পরীক্ষা (PET)
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)
লিখিত পরীক্ষা
স্কিল টেস্ট
মেডিক্যাল পরীক্ষা

বিস্তারিত জানতে ক্লিক করুন

Next Article