ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্নাতকোত্তর প্রশিক্ষিত শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ২৫ অগস্ট থেকে আবেদনকারীরা এই পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। সব মিলিয়ে মোট ৩ হাজার ১২০টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ২৩৪১ পদে সরাসরি নিয়োগ করা হবে এবং ৭৭৯টি পদে প্রশিক্ষিতদের নিয়োগ করা হবে। jssc.nic.in ওয়েবসাইট থেকে এই পদে আবেদন করা যাবে বলেই জানা গিয়েছে। শিক্ষাগত যোগ্যতা জানতে সরকারি বিজ্ঞপ্তি দেখতে হবে। অন্যান্য তথ্য এক নজরে জেনে নিন…
বয়সসীমা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: সাধারণ প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
কারা আবেদন করতে পারবেন: যে কোনও ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকাও প্রয়োজন।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।