APSC recruitment 2022: ফিশারি বিভাগে এফডিও এবং অন্যান্য পদে নিয়োগ, আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 23, 2022 | 1:00 AM

Recruitment 2022: আগ্রহী চাকরি প্রার্থীরা ২২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। সব মিলিয়ে মোট ৩২টি শূন্যপদ রয়েছে।

APSC recruitment 2022: ফিশারি বিভাগে এফডিও এবং অন্যান্য পদে নিয়োগ, আবেদন করুন

Follow Us

অসম পাবলিক সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফিশারি ডেভেলপমেন্ট অফিসার ও মৎস্য দফতরের অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা ২২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। সব মিলিয়ে মোট ৩২টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত জেনে নিন…

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: আইসিএআর অনুমোদিত যে কোনও স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বি.এফ.এসসি অথবা ডি.এফ.এসসি অথবা এম.এসসি (ফিশারিস) পাশ হলে আবেদন করা যাবে।

আবেদন ফি: সাধারণ, ওবিসি ও ইডাব্লুউএস প্রার্থীদের আবেদন ফি ২৮৫.৪০ টাকা। অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফি ১৮৫.৪০ টাকা।

আবেদন পদ্ধতি

প্রথমে অসম পিএসসির সরকারি ওয়েবসাইট apsc.nic.in এ যেতে হবে।

সেখানে গিয়ে “Online Recruitment Portal” ক্লিক করতে হবে।

এবার Apply Here” against FDO and Allied Cadre posts-এ ক্লিক করতে হবে।

নাম নথিভুক্ত করে শূন্যপদের জন্য আবেদন করতে হবে। এবং যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে। ফর্ম জমা দিয়ে ভবিষ্যতে ব্যবহারের জন্য ফর্মের প্রিন্ট আউট রেখে দিন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Next Article