Law Assistant Recruitment : আইন নিয়ে পড়াশোনা! রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ল অ্যাসিসটেন্ট নিয়োগ হচ্ছে, এখনি করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 22, 2022 | 2:05 AM

Law Assistant Recruitment : MAKAUT- এ ল অ্যাসিসটেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। ২৯ অগস্টের মধ্যে করতে হবে আবেদন।

Law Assistant Recruitment : আইন নিয়ে পড়াশোনা! রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ল অ্যাসিসটেন্ট নিয়োগ হচ্ছে, এখনি করুন আবেদন
মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়

Follow Us

রাজ্যেই হবে কর্মসংস্থান। চাকরির আশায় নিজের রাজ্য ছেড়ে পাড়ি দিতে হবে না ভিন রাজ্যে। এবার মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরাই এই শূন্যপদের জন্য করতে পারেন আবেদন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

ল অ্য়াসিসট্যান্ট (Law Assistant)

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যায় থেকে আইনে স্নাতক পাস করতে হবে।

আবেদন পদ্ধতি :

অনলাইন এবং অফলাইন- দুই পদ্ধতির মাধ্যমেই করা যাবে আবেদন। অফলাইনে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আগে। তারপর রেজিস্ট্রেশন কপি প্রিন্ট করে তা প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে একসঙ্গে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

The Register, Maulana Abul Kalam Azad University of Technology, NH 12, Haringhata, Post Office- Simhat, Police Station- Haringhata, Nadia-741249

আবেদন করার শেষ তারিখ :

২৯ অগস্টের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন –

আবেদন করতে ক্লিক করুন

Next Article