SSC Jobs : কেন্দ্রীয় সরকারের চাকরিতে স্টেনোগ্রাফার নিয়োগ, ৫ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 22, 2022 | 9:00 AM

SSC Jobs : এসএসসির মাধ্যমে স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। ৫ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন।

SSC Jobs : কেন্দ্রীয় সরকারের চাকরিতে স্টেনোগ্রাফার নিয়োগ, ৫ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন
প্রতীকী ছবি

Follow Us

সরকারি চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন অনেকেই। এবার তাঁদের মুখে ফুটবে হাসি। ভারত সরকার দ্বারা অনুমোদিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের যেকোনও প্রান্তের বাসিন্দারা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

স্টেনোগ্রাফার (গ্রেড-সি) পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা :

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের দিক থেকে ছাড় পাবেন।

পদের নাম :

স্টেনোগ্রাফার (গ্রেড-ডি) পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা :

গ্রেড-ডি স্টেনোগ্রাফারের পদে আবেদনের জন্য প্রার্থীয় বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী মিলবে ছাড়।

শিক্ষাগত যোগ্যতা :

দুটি পদের ক্ষেত্রেই কোনও স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আবেদনকারীকে। সঙ্গে থাকতে হবে স্টেনোগ্রাফির স্পিড।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। আবেদন করতে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের। আবেদন করার সময় নিজের বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর হাতের কাছে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি :

আবেদন ফি বাবদ লাগবে ১০০ টাকা দিতে হবে। তবে SC/ST/PwD/Ex-Serviceman ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।

আবেদন করার শেষ তারিখ :

৫ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন। আর অনলাইনে শেষ টাকা জমা দেওয়া যাবে ৬ সেপ্টেম্বর অবধি।

নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন

 

Next Article