AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ রাজ্যের, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে আবেদন

আনন্দধারা প্রকল্পের আওতায় গড়বেতা ১ এবং ডেবরা ব্লকে এই প্রার্থী নিয়োগ করা হবে। তবে একমাত্র মহিলারাই এই পদে আবেদন করতে পারবেন।

| Edited By: | Updated on: Sep 10, 2021 | 9:47 PM
Share
করোনা মহামারী এবং লকডাউন পরবর্তী সময়ে যারা নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন, তাঁদের জন্য সুখবর। রাজ্য সরকারের তাদের “আনন্দধারা” প্রকল্পে কর্মী নিয়োগ করতে চলেছে। সম্প্রতি জেলা গ্রামোন্নোয়ন বিভাগের মাধ্যমে বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডারের পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আনন্দধারা প্রকল্পের আওতায় গড়বেতা ১ এবং ডেবরা ব্লকে এই প্রার্থী নিয়োগ করা হবে। তবে একমাত্র মহিলারাই এই পদে আবেদন করতে পারবেন।

করোনা মহামারী এবং লকডাউন পরবর্তী সময়ে যারা নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন, তাঁদের জন্য সুখবর। রাজ্য সরকারের তাদের “আনন্দধারা” প্রকল্পে কর্মী নিয়োগ করতে চলেছে। সম্প্রতি জেলা গ্রামোন্নোয়ন বিভাগের মাধ্যমে বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডারের পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আনন্দধারা প্রকল্পের আওতায় গড়বেতা ১ এবং ডেবরা ব্লকে এই প্রার্থী নিয়োগ করা হবে। তবে একমাত্র মহিলারাই এই পদে আবেদন করতে পারবেন।

1 / 4
পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার ( BDSP)।  শিক্ষাগত যোগ্যতা: এই পদের আবেদনকারী প্রার্থীকে শিক্ষার যে কোনও শাখায় স্নাতক হওয়া বাধ্যতামূলক। এছাড়াও আবেদনকারী যদি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হন, তবে তিনি অগ্রাধিকার পাবেন নির্বাচিত হওয়ার ক্ষেত্রে।

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার ( BDSP)। শিক্ষাগত যোগ্যতা: এই পদের আবেদনকারী প্রার্থীকে শিক্ষার যে কোনও শাখায় স্নাতক হওয়া বাধ্যতামূলক। এছাড়াও আবেদনকারী যদি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হন, তবে তিনি অগ্রাধিকার পাবেন নির্বাচিত হওয়ার ক্ষেত্রে।

2 / 4
এই পদের জন্য আবেদনকারীর অতি অবশ্যই বাংলা বলতে, লিখতে এবং পড়তে পারা আবশ্যিক। পাশাপাশি আবেদনকারীকে দক্ষ এবং পারদর্শা হতে হবে আঞ্চলিক ভাষাতেও। আবেদনকারী যে গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পদের জন্য আবেদন করবেন, তাঁকে সেই পঞ্চায়েতের অন্তত দুই বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গে প্রার্থীকে স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। এছাড়াও আবেদনকারীকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে প্রতি মাসে কমপক্ষে অন্তত ১৫ দিন নিজের গ্রামের বাইরে কাজ করার জন্য।

এই পদের জন্য আবেদনকারীর অতি অবশ্যই বাংলা বলতে, লিখতে এবং পড়তে পারা আবশ্যিক। পাশাপাশি আবেদনকারীকে দক্ষ এবং পারদর্শা হতে হবে আঞ্চলিক ভাষাতেও। আবেদনকারী যে গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পদের জন্য আবেদন করবেন, তাঁকে সেই পঞ্চায়েতের অন্তত দুই বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গে প্রার্থীকে স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। এছাড়াও আবেদনকারীকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে প্রতি মাসে কমপক্ষে অন্তত ১৫ দিন নিজের গ্রামের বাইরে কাজ করার জন্য।

3 / 4
এই পদের জন্য আবেদনকারী বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ০১/০৯/২০২১ তারিখের আগে এব ০১/০৯/১৯৭৬ এর পরে। এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিদিন ৩০০ টাকা করে মাসে সর্বাধিক ১৫ দিন এবং যাতায়াতের খরচা দেওয়া হবে। আবেদনকারীরা এই পদের জন্য অফলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত সকাল ১১টা থেকে ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে।   প্রার্থীরা অফিস অফ প্রজেক্ট ডিরেক্টর (PD), জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগ (DRDC), পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ কমপ্লেক্সে আবেদনপত্র জমা দিতে পারবেন।

এই পদের জন্য আবেদনকারী বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ০১/০৯/২০২১ তারিখের আগে এব ০১/০৯/১৯৭৬ এর পরে। এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিদিন ৩০০ টাকা করে মাসে সর্বাধিক ১৫ দিন এবং যাতায়াতের খরচা দেওয়া হবে। আবেদনকারীরা এই পদের জন্য অফলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত সকাল ১১টা থেকে ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীরা অফিস অফ প্রজেক্ট ডিরেক্টর (PD), জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগ (DRDC), পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ কমপ্লেক্সে আবেদনপত্র জমা দিতে পারবেন।

4 / 4