West Bengal Government Jobs : রাজ্যের মেডিক্যাল কলেজে কর্মী নিয়োগ, এই সংক্রান্ত খুঁটিনাটি জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 14, 2022 | 3:37 PM

West Bengal Government Jobs : রাজ্যে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলছে নিয়োগ। ১৮ জুন অবধি করা যাবে আবেদন।

West Bengal Government Jobs : রাজ্যের মেডিক্যাল কলেজে কর্মী নিয়োগ, এই সংক্রান্ত খুঁটিনাটি জেনে নিন
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

সরকারি চাকরির খোঁজে অনেকেই অপেক্ষা করে থাকেন। এবার অপেক্ষার দিন শেষ। কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়োগ করা হচ্ছে। যোগ্য প্রার্থীরা অফলাইনেই করতে পারেন আবেদন। এই নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত জেনে নিন।

শূন্যপদ :

১ টি পদের জন্য করা হচ্ছে নিয়োগ।

পদের নাম :

ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician) পদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা :

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে (MLT) স্নাতক বা ডিপ্লোমা করতে হবে। সংশ্লিষ্ট রাজ্য়ের কাউন্সিলে প্রার্থীকে রেজিস্টার্ড হতে হবে। এবং প্রার্থীকে অবশ্যই বাংলা লিখতে, পড়তে ও জানতে হবে।

বয়সসীমা :

২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্য়ে হতে হবে।

নির্বাচন পদ্ধতি :

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হতে পারে।

আবেদনের পদ্ধতি :

প্রয়োজনীয় নথিপত্র সহ আগ্রহী প্রার্থী নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র : 

১. ঠিকানার প্রমাণপত্র

২. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র

৩. প্রার্থীর বয়সের প্রমাণপত্র

৪. প্রার্থীর জাতিগত শংসাপত্র

৬. ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি

এছাড়া অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যা দিতে বলা হয়েছে আবদেনপত্রের সঙ্গে তা পাঠাতে হবে।

আবেদপত্র পাঠানোর ঠিকানা :

Principal, MJN Medical College & Hospital, Vivekananda Street, Pilkhana, Cooch Behar, Pin-736101

আবেদনের শেষ তারিখ :

১৮ জুন ২০২২ অবধি আবেদনপত্র পাঠানো যাবে।

কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইট – http://coochbehar.nic.in

আবেদনপত্রের জন্য এখানে ক্লিক করুন

Next Article