LIC AAO মেইন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত, ADO পরীক্ষার ফলাফল কবে?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 08, 2023 | 11:54 PM

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) লিমিটেড সহকারী প্রশাসনিক কর্মকর্তা (AAO) নিয়োগের জন্য পরিচালিত মেইন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এই শূন্যপদের মাধ্যমে মোট ৩০০টি পদে নিয়োগ করার কথা ছিল।

LIC AAO মেইন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত, ADO পরীক্ষার ফলাফল কবে?
এলআইসি এএও পরীক্ষার ফল প্রকাশিত।

Follow Us

নয়া দিল্লি: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) লিমিটেড সহকারী প্রশাসনিক কর্মকর্তা (AAO) নিয়োগের জন্য পরিচালিত মেইন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এই শূন্যপদের মাধ্যমে মোট ৩০০টি পদে নিয়োগ করার কথা ছিল। এই শূন্যপদের জন্য পরিচালিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা এলআইসি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, licindia.in-এ গিয়ে ফলাফল দেখতে পারেন। ফলাফল দেখতে নীচে দেওয়া ধাপগুলি দেখুন…

LIC AAO প্রধান ফলাফল চেক করুন
১)ফলাফল দেখতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট licindia.in-এ যান।
২) ওয়েবসাইটের হোম পেজে কেরিয়ার বিভাগে যান।
৩) এর পর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (জেনারেলিস্ট) ২০২৩ -এর রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করুন।
৪)পরবর্তী পৃষ্ঠায় AAO Generalist 2023-এর ফলাফলের লিঙ্কে যান।
৫)ফলাফল PDF এ খুলবে।
৬) আপনার রোল নম্বর অনুসন্ধান করুন এবং ফলাফল দেখুন।

এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া ১৫ জানুয়ারি, ২০২৩-এ শুরু হয়েছিল। শূন্যপদের জন্য প্রাথমিক পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। ১০ মার্চ এর ফলাফল ঘোষণা করা হয়। তারপর মেইন পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হয়েছিল। সেটিরই ফলাফল প্রকাশিত হল।

LIC ADO ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে

অন্যদিকে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেডের শিক্ষানবিশ উন্নয়ন কর্মকর্তা (ADO) নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীরা এখন মেইন পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এই শূন্যপদের জন্য প্রধান পরীক্ষা ২৩ এপ্রিল, ২০২৩ -এ হয়েছিল। খুব শীঘ্রই এর ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এই শূন্যপদের মাধ্যমে, ADO-এর ৯,৩০০টিরও বেশি পদে নিয়োগ করা হবে। এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া ২১ জানুয়ারি, ২০২৩-এ শুরু হয়েছিল এবং ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হয়। এই শূন্যপদের জন্য মেইন পরীক্ষার ফলাফল এই মাসেই প্রকাশিত হতে পারে। আপডেটের জন্য ওয়েবসাইটে চোখ রাখুন।

Next Article