NHSRCL-এ বেতন ১ লক্ষের বেশি, শীঘ্রই আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 10, 2023 | 2:43 PM

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনে সিভিল ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার সহ অনেক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

NHSRCL-এ বেতন ১ লক্ষের বেশি, শীঘ্রই আবেদন করুন
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: যারা ইঞ্জিনিয়ারিংয়ের পর সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের জন্য ভালো সুযোগ। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনে (NHSRCL) সিভিল ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার সহ অনেক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬৪টি পদে নিয়োগ করা হবে। এই শূন্যপদে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ২ মে, ২০২ থেকে শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ ৩১ মে, ২০২৩। আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে।

NHSRCL-এ শূন্যপদের বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার পদের জন্য মোট ৬৪টি পদে নিয়োগ করা হবে। এতে টেকনিশিয়ানের ৮টি পদ পূরণ করা হবে। এছাড়া জুনিয়ার ইঞ্জিনিয়ারের ৮টি, জুনিয়ার ম্যানেজার সিভিল পদে ১২টি, জুনিয়৩র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ২১টি, সহকারী ম্যানেজারের ১১টি এবং সহকারী ম্যানেজার প্ল্যানিংয়ের ২টি পদে নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ বিবরণ দেখুন।

যোগ্যতা ও বয়স
এই শূন্যপদে পদ অনুযায়ী যোগ্যতা রাখা হয়েছে। এতে সহকারী ম্যানেজার (সিভিল) পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ৪ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

একইভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর পদে আবেদন করতে হলে MBA পাস থাকতে হবে। এজন্য ৪ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়সসীমা- বিভিন্ন পদের জন্য বয়সসীমাও আলাদা। তবে সবকটি পদে সর্বনিম্ন বয়স ২০ বছর।

যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এই শূন্যপদে সহকারী ম্যানেজার পদের জন্য নির্বাচিতদের মূল বেতন ৫০, ০০০ থেকে ১,৬০,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সরকারি ভাতার সুবিধাও পাওয়া যাবে। আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

Next Article