LLB পাশ প্রার্থীদের এই হাইকোর্টে চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 29, 2023 | 12:34 AM

Madras High Court: এলএলবি পাশ করা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এই প্রার্থীদের জন্য হাইকোর্টে গবেষণা আইন সহকারীর শূন্যপদে নিয়োগ করা হবে। মাদ্রাজ হাইকোর্টে এই নিয়োগ হবে। মোট ৭৫টি শূন্যপদ রয়েছে। তবে অনলাইন নয়, অফলাইন মোডে আবেদন করতে হবে। প্রার্থীরা নির্ধারিত শেষ তারিখের আগে ডাকযোগে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারবেন।

LLB পাশ প্রার্থীদের এই হাইকোর্টে চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: LLB পাশ করা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এই প্রার্থীদের জন্য হাইকোর্টে গবেষণা আইন সহকারীর শূন্যপদে নিয়োগ করা হবে। মাদ্রাজ হাইকোর্টে এই নিয়োগ হবে। মোট ৭৫টি শূন্যপদ রয়েছে। আগ্রহী প্রার্থীরা ৮ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে আবেদন করতে পারেন। তবে অনলাইন নয়, অফলাইন মোডে আবেদন করতে হবে। প্রার্থীরা নির্ধারিত শেষ তারিখের আগে ডাকযোগে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যোগ্যতা সম্পর্কিত আরও তথ্যের জন্য প্রার্থীরা প্রকাশিত বিজ্ঞপ্তিটি পরীক্ষা করতে পারেন।

বয়সসীমা

প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

এভাবে আবেদন করুন

১) প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
২) আবেদনপত্র ভাল করে পূরণ করতে হবে।
৩) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি একসঙ্গে করে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।
যে ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে, সেটা হল- রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট, মাদ্রাজ – ৬০০১০৪। নির্ধারিত তারিখের মধ্যেই আবেদনপত্র এই ঠিকানায় পৌঁছতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। ইন্টারভিউয়ে সফল প্রার্থীদের নথি যাচাই করা হবে।

নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। ইন্টারভিউয়ে নির্বাচিত প্রার্থীদের খবর তাঁদের ফোনে মেসেজ এবং মেইল ​​আইডির মাধ্যমে দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে hcmadras.tn.nic.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগের বিজ্ঞাপন দেখতে পারেন।

Next Article