রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার আর চাকরির জন্য বাইরের রাজ্যে ছুটে যেতে হবে না রাজ্যের জনগণকে। রাজ্যেই মিলবে চাকরি। মালদায় সিএমওএইচ-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগের এই বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থার নাম:
চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ মালদা (Chief Medical Officer of Health Malda)-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম:
মেডিক্যাল অফিসার (Medical Officer) পদে হচ্ছে নিয়োগ।
মোট শূন্যপদের সংখ্যা:
মোট ৯ টি পদের জন্য করা হবে নিয়োগ।
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের মালদাতে গিয়ে কাজ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস পাস করতে হবে। এছাড়াও কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করতে হবে প্রার্থীদের।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৬২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি :
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
বেতন:
প্রতিদিন মিলবে ৩ হাজার টাকা করে।
আবেদনমূল্য:
এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না প্রার্থীকে।
ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন:
১ ডিসেম্বর ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হবে।
ওয়াক-ইন ইন্টারভিউয়ের স্থান:
Office of the Chief Medical Officer of Health, Malda, Po-Jhaljhalia, Dist-Malda, Pin-732101
প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যথাসময়ে ইন্টারভিউের জায়গায় উপস্থিত থাকতে হবে প্রার্থীদের।
এই বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট – malda.gov.in