WBPSC: সরকারি চাকরির স্বপ্ন দেখেন? আবেদন করুন WBPSC-র এই পদে, মাস গেলে বেতন মিলবে লক্ষাধিক টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 20, 2022 | 9:20 AM

WBPSC: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ করা হচ্ছে। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন।

WBPSC: সরকারি চাকরির স্বপ্ন দেখেন? আবেদন করুন WBPSC-র এই পদে, মাস গেলে বেতন মিলবে লক্ষাধিক টাকা
ফাইল ছবি

Follow Us

রাজ্যে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু চাকরির বিজ্ঞপ্তিই নয়। চাকরি প্রার্থীদের জন্য সুখবর হল, পশ্চিমবঙ্গ সরকারে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)

পদের নাম:

অডিট ও অ্যাকাউন্ট সার্ভিস পদে করা হবে নিয়োগ। (Audit and Accounts Service)

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ১৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

এই পদের জন্য যোগ্যতা:

যাঁরা ইতিমধ্য়েই ৭,১০০ থেকে ৩৭,৬০০ টাকা বেতনের পশ্চিমবঙ্গ সরকারে ৮ বছর ধরে চাকরি করেছেন তাঁরা এই পদে আবেদন করতে পারবেন।

নির্বাচন পদ্ধতি:

দুই ধাপে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি:

WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন করতে পারেন প্রার্থীরা।

বেতন:

প্রতি মাসে বেতন মিলবে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের কলকাতায় নিয়োগ করা হবে।

আবেদন শুরুর তারিখ:

২১ নভেম্বর, অর্থাৎ আজ থেকে করা যাবে আবেদন।

আবেদনের শেষ তারিখ:

১৫ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন 

আবেদন করতে ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট – pscwbapplication.in

 

 

 

Next Article